রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপেক্ষিতে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। সেহেতু, ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার...
এবার ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান সাময়িক বরখাস্ত
অনলাইন ডেস্ক

ঝটিকা সফরে রাতে ঢাকায় আসছেন প্রভাবশালী মার্কিন সিনেটর গ্যারি চার্লস

একদিনের ঝটিকা সফরে রাতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়-সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও প্রভাবশালী সিনেটর গ্যারি চার্লস পিটার্স। আজ সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। জানা গেছে, এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এই মার্কিন সিনেটর। গ্যারি চার্লস পিটার্স যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর হলেও দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সফর শেষে মঙ্গলবারই তিনি ঢাকা ছেড়ে যাবেন বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে। news24bd.tv/SHS/কেএইচআর
আইন সঠিকভাবে প্রয়োগ হলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

পুলিশ সদস্যদের সম্মুখ সারির মানুষ উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি- তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আজ সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। তাই নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। তারাই সম্মুখ সারির মানুষ। তিনি আরও বলেন, পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। মাঠ পর্যায়ের ১২৭ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটা জানান...
সিআইডির নতুন প্রধান গাজী জসীম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। আজ সোমবার (১৭ মার্চ) সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সিআইডি জানায়, গতকাল রোববার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর