এবার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার জন্য রাস্তায় শিক্ষার্থীরা

এবার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার জন্য রাস্তায় শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) গাজীপুর শহরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শহরে এবং শিববাড়ি মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে পরিবেশ শান্ত করে।

এরপর শিক্ষার্থীরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান ফটকে অবস্থান নেয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

এসময় শিক্ষার্থীরা জানান, দেশের জাতীয় নির্বাচন, প্রচণ্ড গরমের কারণে বিদ্যালয় বন্ধ, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ, সম্প্রতি ভয়াবহ বন্যার কারণে অত্র অঞ্চলের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে অত্র অঞ্চলের শিক্ষার্থীসহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ থেকে বঞ্চিত হয়। তাই সার্বিক দিক বিবেচনা করে সকল বিষয়ে ৫০ নম্বরে পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা।

news24bd.tv/SHS