ইউক্রেনীয় সৈন্যদের হটিয়ে নিজেদের জায়গা উদ্ধারের দাবি রাশিয়ার

ইউক্রেনীয় সৈন্যদের হটিয়ে নিজেদের জায়গা উদ্ধারের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

ইউক্রেন গত মাসে কুরস্কের যে জায়গাগুলো দখল করেছিলো তার বেশীরভাগ জায়গা উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা। বুধবার (১১ সেপ্টেম্বর) রাশিয়ান সংবাদ মাধ্যম তাস তাদের একটি প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে সেই রাশিয়ান সেনা কর্মকর্তা মেজর জেনারেল আপতি আলাউদিনোভের বরাত দিয়ে বলা হয়, রাশিয়ার পশ্চিমাঞ্চলে প্রায় দশটি স্থানে ঘাঁটি গেড়েছিল ইউক্রেনের সৈন্যরা।

আমরা তাদের প্রতিহত করেছি। তারা পরাজিত হয়ে এসব স্থান ত্যাগ করেছে।

এই সেনা কর্মকর্তা আরও বলেন, আমাদের অবস্থান এখন ভালো। তিনি ছাড়াও রাশিয়ার কিছু যুদ্ধবাজ ব্লগারও একই কথা বলেছেন।

তাদের দাবি কুরস্কের বিভিন্ন জায়গা থেকে ইউক্রেন সৈন্যরা পালিয়ে গেছে। এসব জায়গায় এখন আমাদের অবস্থা ভালো।

রাশিয়ার জনপ্রিয় ব্লগার ইউরি পদোলাইকা তার একটি ভডিওতে দাবি করেন, আমাদের রাশিয়ান সৈন্যরা দক্ষিণ লকনিয়া নদীর পাশে ইউক্রেনের দখলে থাকা বেশকিছু গ্রাম থেকে ইউক্রেনের সৈন্যদের বিতারিত করেছে।
তবে রাশিয়ার এমন একপেশে দাবি সহজে মেনে নেওয়া যাচ্ছেনা। কারণ এ নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ইউক্রেন।

সূত্র: আল-জাজিরা

news24bd.tv/JP

এই রকম আরও টপিক