আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এ অবস্থায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান। তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, নতুন এই দল হবে নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থাকবে না। পুরনো যেসব সমস্যা-টেন্ডারবাজী, চাঁদাবাজী, জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কিংবা কোনো রাষ্ট্রের এজেন্ডা নিয়ে যেসব দল পরিচালিত হয়ে আসছে, আমরা সেসবের মধ্যে...
আসছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল ‘জনশক্তি’
নিজস্ব প্রতিবেদক
সংঘর্ষ নয়, হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী দোসর সা’দপন্থীরা: হেফাজতে ইসলাম
সংঘর্ষ নয়, অতর্কিত সন্ত্রাসী হামলায় হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী দোসর সাদপন্থীরাএমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্ব ইজতেমার ময়দানে তাবলীগ জামাতের সাথী ভাইদের উপর সাদপন্থীদের পরিকল্পিত হামলাকে মিডিয়া ভুলভাবে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন করছে। বিবৃতিতে তারা আরও বলেন, টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাতে যখন তাবলীগের সাথী ভাইরা তাহাজ্জুতরত এবং ঘুমন্ত ছিলেন, ঠিক তখনই চিহ্নিত আওয়ামী দোসর সাদপন্থিরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ জনকে শহিদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি, অবিলম্বে হামলায় জড়িত সাদপন্থী সবাইকে গ্রেপ্তার করে...
বহিষ্কৃত নেতাদের ফের দলে ফেরাচ্ছে বিএনপি?
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য একটি সময় জানিয়ে দিয়েছে। এই অবস্থায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীর মাঝে চাঙাভাব ফিরিয়ে এনে দলকে আরও শক্তিশালী করতে চাই বিএনপি। এ জন্য দল থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দলটি। জানা গেছে, গত এক দশকে সারা দেশে ইউনিয়ন থেকে শুরু করে জেলা-মহানগরের যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাঁদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে স্থান পাচ্ছে প্রায় ৫০০ জন নেতার নাম। প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে প্রথম পর্বে গুরুতর অপরাধ বা বড় ধরনের কোনো দলীয় শৃঙ্খলা করেননি, এমন শতাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। বিএনপির সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র সংবাদ মাধ্যমকে এমনটিই জানিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর এরই মধ্যে দুই শতাধিক নেতার নাম পাঠানো হয়েছে। বাকিগুলোও...
রাজনীতিবিদ ঠিক হলে ৯৯ শতাংশ মানুষ ভালো হয়ে যাবে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
ধর্মের ভিত্তিতে কোনো অধিকার ভাগাভাগি হতে পারে না, বাংলাদেশে সবার অধিকার সমান বলে মন্তব্য করেছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভোট নিয়ে চালাকির রাজনীতি করে জনগণকে ধোঁকায় ফেলে আসছে রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের পর এক চার্চ এ খ্রিস্টানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত আর মানবিক রাষ্ট্র গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনীতিবিদদের মন হতে হবে রাজকীয়, তারা ঠিক হয়ে গেলে দেশের ৯৯ শতাংশ মানুষ ভালো হয়ে যাবে। দেশের প্রশ্নে সকলকে এক থাকতে হবে। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর