সুনামগঞ্জে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু

সুনামগঞ্জে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে বাঁশের আঘাতে কুরবান আলী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাও গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কুরবান আলী ওই এলাকার মো. ধন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর ২ টার দিকে বালু-পাথর শ্রমিকের কাজ করা কুরবান আলী পাশের গ্রামের পণ্ডিত আলীর ছেলে মোহাম্মদ আবেদীনের কাছে সিগারেট চান।

কিন্তু সিগারেট না পেলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আবেদীন বাঁশ দিয়ে কুরবান আলীর মাথার পিছনে আঘাত করে। এতে কুরবান আলী ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কুরবান আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিক মিয়া। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

মৃত কুরবান আলীর স্বজনরা জানিয়েছেন, মামলার প্রক্রিয়া চলছে। হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

news24bd.tv/JP