ভারতে পালাচ্ছেন নানক, এমন খবরে সীমান্তে নিরাপত্তা জোরদার

ভারতে পালাচ্ছেন নানক, এমন খবরে সীমান্তে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

ভারতে পালানোর উদ্দেশে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তে আত্মগোপন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এমন খবরে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকেই নানক ভারত পালিয়ে যেতে বলে বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে। এমনকি তিনি আটক হয়েছেন এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, দায়িত্বশীল কোনো সূত্র তার অবস্থান নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানক বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করছেন। সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ী উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়েও সফল হননি। এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশাইল, পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন।

এ বিষয়ে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, এ ধরনের একটি খবর বিজিবির কাছেও রয়েছে।

তবে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন, সীমান্তে কাউকে আটক করা হয়নি। তবে নজরদারি বাড়ানো হয়েছে।

news24bd.tv/SHS