দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে আদালতে এই আবেদন জানানো হয়। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইবরাহিম মিয়ার আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। দুদক জানায়, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। ইসমাইল হোসেনের সঙ্গে এই লেনদেনের সংশ্লিষ্টতা তদন্তে বেরিয়ে এসেছে বলে দুদকের দাবি। এর আগে, ইসমাইল হোসেনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় আটক করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।...
মানিলন্ডারিং মামলায় সাবেক খাদ্য সচিব গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
গাজীপুরে আর্থিক সহায়তা পেলো জুলাই-আগস্ট শহীদদের পরিবার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলায় ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ হতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। শহীদদের পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেকের পরিবারকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোতাচ্ছিম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সালমা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পেনশন সমর্পণ ১৫ বছরের পরিবর্তে ১০ বছরে পুনঃস্থাপনের দাবি
নিজস্ব প্রতিবেদক
পেনশন বৈষম্য দূরীকরণ সমিতি শতভাগ সমর্পিত পেনশনের সময়সীমা ১৫ বছর থেকে পুনরায় ১০ বছরে আনার দাবি জানিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। তারা বলেন, নতুন ও পুরোনো স্কেলের পেনশনারদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে “এক পদ এক পেনশন” নীতি বাস্তবায়ন করা প্রয়োজন। সংগঠনটি আরও দাবি করে, কর্মরত সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের জন্যও যৌক্তিকভাবে চিকিৎসাভাতা বৃদ্ধি করা উচিত। তারা মনে করেন, চিকিৎসাভাতার অপ্রতুলতা অনেক পেনশনারের জন্য বড় সংকট সৃষ্টি করছে। পেনশন বৈষম্য দূরীকরণ সমিতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানায়, যা পুরোনো ও নতুন পেনশনারদের জন্য সমতাভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করবে। news24bd.tv/DHL
২৫ ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করেছে ২৫ ক্যাডারের কর্মকর্তারা। কমিশন তাদের এই সুপারিশ বাতিল না করলে আগামী ২৭ ডিসেম্বর নিজ নিজ কর্মস্থলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দেন তারা। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে ৫০ শতাংশ কোটা আর বাকি ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ মেধার ভিত্তিতে রাখার সুপারিশ করে। এর বিপরীতে অবস্থান আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের। এদিকে, প্রশাসন এবং অন্য ক্যাডারের মধ্যে ৫০ শতাংশ কোটা রাখার বিপক্ষে অবস্থান প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও। জনপ্রশাসন সংস্কার কমিশনের এই প্রস্তাবের প্রতিবাদে গেলো রোববার প্রতিক্রিয়া জানান প্রশাসনিক কর্মকর্তারা। জনপ্রশাসন সচিবের রুমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন কয়েকশ প্রশাসনিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর