ডেঙ্গু নিধনে প্রত্যেককে সচেতন হয়ে কাজ করার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

ডেঙ্গু নিধনে প্রত্যেককে সচেতন হয়ে কাজ করার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। যার যার অবস্থান থেকে প্রত্যেককেই সচেতন হয়ে ডেঙ্গু নিধনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সকালে আরমানিটোলাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর নিধন কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গুর সময়ে প্রথম দিনে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এছাড়া ডেঙ্গু নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি টিম কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজ উদ্যোগে পাড়ায় পাড়ায় এবং মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে।  

news24bd.tv/TR