জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) এ বৈঠক অনুষ্ঠিত হবে। একান্ত বৈঠকটি হবে জাতিসংঘের হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে।
নিউইয়র্কে ইউনূস-বাইডেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুধু দুজনের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি।
এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস।