রাজধানী ঢাকায় বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে শীতে দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারের শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। আজ রোববার (৫ জানুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল ৮টা ৫ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ৪২২ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়। এ ছাড়া একিউআই স্কোর ২২৮ নিয়ে দ্বিতীয় অবস্থানে ইরাকের বাগদাদ। ২২৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ২০৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি। তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত...
রাজধানীর বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’
নিজস্ব প্রতিবেদক
আদাবরে চুরি যাওয়া ৩২ ভরি স্বর্ণ উদ্ধার, দুই কিশোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবর থানার পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে চুরি হওয়া স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ১৬ বছর বয়সী মাহিন এবং রেহান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, শুক্রবার রাতে আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, বাদী বাবলী সরকার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় তার আদাবরস্থ বাসায় তালা দিয়ে তার মায়ের চিকিৎসার জন্য বাংলাদেশ আই হসপিটালে যান। চিকিৎসা শেষে তিনি পরদিন সাভারে তার দাদা বাড়িতে চলে যান। ৩০ ডিসেম্বর রাত ১২টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন তার বাসার দরজার তালা ভাঙা এবং দরজা খোলা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, আলমারির লক...
পরকীয়া প্রেমের বলি ছয় মাসের শিশু আমেনা হত্যার রহস্য উন্মোচন
প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর পল্লবীতে মায়ের পরকীয়া প্রেমের বলি ছয় মাসের শিশু আমেনা হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটনসহ হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করে ডিএমপি। গ্রেপ্তারকৃতরা হলো-শিশুটির মা মোসা. ফাতেমা বেগম (২৫) ও ফাতেমা বেগমের পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)। পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর বিকাল আনুমানিক ৩টা ১০মিনিটে দিয়াবাড়ির মেট্রোরেলের ১২৪ নং পিলার সংলগ্ন লেকপাড় হতে একটি ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি শিশুর মৃতদেহ পাওয়া যায়। শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ দেখতে পায় তার গলায় সন্দেহজনক আঘাতের দাগ রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী...
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ (৪ জানুয়ারি) ১০তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শনিবার সকাল ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এদিন সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (১৮৬)। তালিকায় এর পরেই রয়েছে ঢাকা গোড়ান (১৮২), কল্যাণপুর (১৭৬), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (১৭২), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (১৭০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (১৬৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (১৬২), ভাটারা এলাকা (১৬০), গুলশান লেক পার্ক (১৫৯), পশ্চিম নাখালপাড়া সড়ক এলাকা (১৫৯)। এসব এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর