ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হন এই নায়িকা। কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে এই নায়িকা বলেন, ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। আর আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য। এই নায়িকা আরও বলেন, আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুব গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায়। বুবলী বলেন, আমরা সবাই নিজেদের মতো। কিন্তু আমরা কোথায় যেন ইদানীং...
ভালোবাসা দিবস নিয়ে যা বললেন বুবলী
অনলাইন ডেস্ক
![ভালোবাসা দিবস নিয়ে যা বললেন বুবলী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739426618-36dc4423ee83a854cf3f0075262860e6.gif?w=1920&q=100)
যার চোখের ইশারায় ‘কাবু’ বিশ্ব, এখন কোথায় সেই তরুণী
অনলাইন ডেস্ক
![যার চোখের ইশারায় ‘কাবু’ বিশ্ব, এখন কোথায় সেই তরুণী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739425050-30e71c20f3ebf5d09c4c99943917155a.jpg?w=1920&q=100)
মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও, একটি চোখের ইশারা যা মুহূর্তই রাতারাতি এক তরুণীকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিয়েছিল ভারতে। এর পর তা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। ঘটনাটি ২০১৮ সালে, যখন সোশ্যাল মিডিয়া দুনিয়ায় ঝড় তুলেছিল একটি ক্লিপ। সেই ভিডিওর ৭ বছর পর ওই তরুণীর চেহারা, ক্যারিয়ার, এমনকি জীবনযাত্রাও বদলে গেছে অনেকটাই! গত ২০১৮ সালে মালয়ালম ছবি ওরু আদার লাভ-এর একটি গানের দৃশ্যেই প্রথম নজরে আসেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। মাত্র কয়েক সেকেন্ডের চোখের ইশারা আর হালকা হাসির অভিব্যক্তি মুহূর্তেই তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয়। ভিডিওটি ভাইরাল হতে মাত্র কয়েক ঘণ্টা লেগেছিল, এরপরই প্রিয়া রাতারাতি হয়ে যান ইন্টারনেট সেনসেশন। প্রিয়া প্রকাশ ভারিয়ারের সেই চোখের ইশারার ৭ বছর কেটে গেছে, তখন ১৮ বছরের তরুণী এখন ২৫শে পা রেখেছেন। আগের তুলনায় অনেক বেশি পরিপক্ব ও গ্ল্যামারাস হয়ে...
পরিবারে ১১ জনের মৃত্যু দেখেন গোবিন্দা
অনলাইন ডেস্ক
![পরিবারে ১১ জনের মৃত্যু দেখেন গোবিন্দা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739421905-e491abf500d4f0720a666aa4d384cc3c.jpg?w=1920&q=100)
আশির দশকের জনপ্রিয় নায়ক গোবিন্দা। এই মুহূর্তে বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও তার ভক্তসংখ্যা কিন্তু সেভাবে কমেনি। গত বছরই গুলিবিদ্ধ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শত কষ্টের পরেও মুখের হাসি ম্লান হয় না তার। তবে এই দুঃসময় অভিনেতার জীবনে নতুন বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, পরিবারে পরপর ১১ জনের মৃত্যু! সম্পূর্ণ তছনছ হয়ে যায় গোবিন্দার জীবন। এর মধ্যে রয়েছে তার কোলের সন্তানও। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই জানান এই কথা। তিনি বলেন, আমি আমার পরিবারের ১১ জনের মৃত্যু দেখেছি। সঙ্গে আমার মেয়েটাও মারা যায়। মেয়ের বয়স তখন ৪ মাস। প্রি-ম্যাচিওর ছিল সে, অনেক কষ্ট করেও শেষরক্ষা হয়নি। জন্মের পরেই মৃত্যু হয় তার। এখানেই শেষ নয়, বাবা-মা থেকে শুরু করে দুই ভাই, এক বোন ও তার স্বামীকেও হারান গোবিন্দা। ভাই-বোনদের সন্তানদের দায়িত্ব এসে পড়ে অভিনেতার কাঁধে। না,...
চলচ্চিত্র সংসদ আন্দোলনের 'স্বেমি আপা' আর নেই
নিজস্ব প্রতিবেদক
![চলচ্চিত্র সংসদ আন্দোলনের 'স্বেমি আপা' আর নেই](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739412393-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরাধা ব্যক্তিত্ব, খ্যাতিমান স্থপতি লাইলুন নাহার স্বেমি মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কিছুদিন ধরে তিনি কিডনির রোগে ভুগছিলেন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্রকার ও লেখক বেলায়াত হোসেন মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গত চার দিন আগে নিজ বাসায় ভারসাম্য হারিয়ে পড়ে যান লাইলুন নাহার স্বেমি। পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর