বিদ্যুৎ এবং মেট্রোরেল, সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (২৭ এপ্রিল) এসংক্রান্ত দাপ্তরিক নির্দেশনায় জানানো হয়, শনিবার (২৬ এপ্রিল) মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্নিত হয়। এ ছাড়া খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউট হয়। এই দুটি ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা কিংবা সংস্থার প্রধানরা উপদেষ্টাকে জানাননি। উপদেষ্টা এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারেন। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টার দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে যেকোনো ধরনের গ্রাহক ও যাত্রীসেবা বিঘ্নের ঘটনা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে। এছাড়া গ্রাহক ও যাত্রীসেবা আবার চালু হলে সেটাও জানিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে।...
মেট্রোরেল সেবায় বিঘ্ন ঘটলে স্ক্রল দিতে হবে টিভিতে
অনলাইন ডেস্ক

ধানমন্ডি থেকে সাবেক এমপি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলম। আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো.জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। news24bd.tv/তৌহিদ
চাঞ্চল্যকর হত্যার ঘটনায় গ্রেপ্তার সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে বোবা রফিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ মূল হত্যাকারী মো. সাদ্দামকে (২২) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গত শুক্রবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ এপ্রিল) বেলা আনুমানিক ১১টায় নিহত মো. জীবন ওরফে বোবা ওরফে রফিক তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। পূর্ব শত্রুতার জেরে গ্রেপ্তার সাদ্দাম ধারালো ছুরি দিয়ে রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রফিক গুরুতর আহত হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রফিক মারা যায়। তেজগাঁও থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের...
‘অভ্যুত্থানের আগে রাজউকের অভিযানে বাধা আসতো’
অনলাইন ডেস্ক

গণঅভ্যুত্থানের আগে রাজউকের অভিযানে বাধা দিতো রাজনৈতিক দলের নেতারা। পটপরিবর্তনের পর তা আর নেই বলে জানিয়েছেন রাজউকের অভিযানে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকার। আজ রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়িতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি এ কথা বলেন। মোহাম্মদ লিটন সরকার জানান, রাজধানীতে তিন হাজারের বেশি অবৈধ ভবন রয়েছে। সবগুলোর বিরুদ্ধেই রাজউক মাঠে নামবে। পরিকল্পিত নগরী গড়তে কাউকেই ছাড় দেয়া হয়ে না বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। যদিও ভবন মালিকরাও অকপটে শিকার করলেন- অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করছেন তারা। তাদের দাবি, স্থান সংকুলান হওয়ার পরিকল্পনা চেয়েও রাজউকের অনুমতি পাননি। আরও পড়ুন সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর ২৭ এপ্রিল, ২০২৫ এ দিকে রাজউক কর্তৃপক্ষ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর