দ্বৈত নাগরিকত্বের আবেদনে আর নথিপত্রের হার্ডকপি (ছাপা কাগজ) এখন থেকে আর গ্রহণ করবে না সরকার। এবার সব নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। মূলত পুরো প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন করা হবে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনার কথাটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। scs.ssd.gov.bdলিংকে নিজস্ব জিমেইল (gmail) আইডি দিয়ে লগইন করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ইপেমেন্টের...
দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য বড় সুখবর
অনলাইন ডেস্ক

সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করলো ইসি
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে কমিশনের আইটি শাখা এই পদক্ষেপ নেয়। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চিঠির পরিপ্রেক্ষিতে করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান কর্তৃক পাঠানো আবেদনে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও এনআইডি বিভাগের সাবেক ডিজি সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এবং আরও একজনের বিরুদ্ধে এনআইডি ব্লক এবং বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার আবেদন করা হয়। দুদক জনস্বার্থে এই আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করে। সালেহ উদ্দিন এনআইডি...
শ্রমিক দিবসে দিনব্যাপী আয়োজনের কথা জানালেন শ্রম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

শ্রমিক এবং মালিক উভয় পক্ষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। জুন মাসে সুইজারল্যান্ডে আইএলওর সাথে বৈঠক শেষে এ সংক্রান্ত আইন চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে মে দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রম আইনের সংশোধনীতে এ বিষয়ের দৃশ্যমান অগ্রগতি থাকবে বলে জানান তিনি। সব কাজ শেষ করে এ বছরেই আইনটি চূড়ান্ত হতে পারে এমনটা জানালেন উপদেষ্টা। তিনি বলেন, শ্রমিকরা যাতে কর্মক্ষেত্রে কোনোভাবেই বঞ্চিত না হয় সে বিষয় সচেতন থেকে কাজ করছে মন্ত্রণালয়। তাই এবারের মে দিবসের শ্লোগানও রাখা হয়েছে শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে। আগামীকাল মহান মে দিবস উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা...
দেশের বাইরে প্রশংসা থাকলেও ভেতরে সরকারের সমালোচনা চলছে: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

নতুন শুল্ক আরোপ নিয়ে ৩ মাস সময় দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রয়োজনে আলোচনা করে এই সময় আরও বাড়িয়ে নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এসব কথা বলেন তিনি। এসময় অর্থ উপদেষ্টা বলেন, সমালোচনা থাকলেও সরকারের মূল লক্ষ্য মানুষের জীবন উন্নয়ন করা। ব্যবসাবান্ধব একটি বাজেট দিতে চায় সরকার। আইন মেনে ভ্যাট দিতে ব্যবসায়ীদের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এসময় তিনি বলেন, দেশের বাইরে সরকারের কার্যক্রম নিয়ে প্রশংসা থাকলেও দেশের ভেতরে অনেকে সমালোচনা করছেন। মাতারবাড়িতে এলএনজি স্টেশন করার পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও জানান ড. সালেহ উদ্দিন আহমেদ। এসময় ভ্যাট আদায়ের নামে হয়রানী বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। তিনি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর