বিশেষ শর্তসাপেক্ষে ছাড়পত্র পাবে ‘ইমার্জেন্সি’ 

সংগৃহীত ছবি

বিশেষ শর্তসাপেক্ষে ছাড়পত্র পাবে ‘ইমার্জেন্সি’ 

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ নিয়ে বেশ ঝামেলা চলছিল সেন্সর বোর্ডে। এবার সে ঝামেলা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত পাওয়া গেল সেন্সর বোর্ডের কাছ থেকে।  এর আগে সেন্সর বোর্ড এবং শিখ সম্প্রদায়ের আপত্তির কারণে সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

‘ইমার্জেন্সি’ সিনেমাতে ভারতের  প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

সিনেমাটির প্রযোজকও তিনিই। তবে সিনেমামুক্তির বিরোধিতা করে আইনের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দল-সহ বেশ কিছু শিখ সংগঠন। এমনকি হুমকি দেওয়া হয়েছে কঙ্গনাকে। সেন্সর বোর্ডের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেন্সর বোর্ডের তরফ থেকে আইনজীবী ‌অভিনব চন্দ্রচূড় আদালতে জানিয়েছেন, সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তবে, সে ক্ষেত্রে কিছু দৃশ্য বাদ দিতে হবে। প্রযোজনা সংস্থার তরফ থেকে আইনজীবী আদালতের কাছে এই প্রসঙ্গে সময় চেয়েছেন।  

গত সপ্তাহে প্রযোজনা সংস্থা দাবি করে, সেন্সর বোর্ড ইচ্ছাকৃত ‘ইমার্জেন্সি’র ছাড়পত্র আটকে রেখেছে। আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সূত্র: আনন্দবাজার 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক