রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে জান মিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়েছেন। তার অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। জানা যায়, পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল। পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে পুলিশের সাত সদস্য আহত হন। খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে এক তরুণকে মারধরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। তিনি জানান, বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে জান মিয়া নামে ওই তরুণকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেয় এবং মারধর করে। পরে উপস্থিত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। খিলক্ষেত থানার...
ধর্ষণের অভিযোগ, তরুণকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি
অনলাইন ডেস্ক

মামলার ৭ ঘণ্টার মধ্যে প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় মামলার ৭ ঘণ্টার মধ্যে প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নাজমুস সালেহীন (২৮) ও মো. সুমন (২৬)। থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর থেকে প্রাইভেটকারচালক সিরাজুল ইসলামের ফোনে কল আসে এবং বলা হয় তারা খিলগাঁও ফ্লাইওভারের ঢাল থেকে মোস্তমাঝির মোড় সংলগ্ন গ্রীণ সিটিতে যাবে। তারা পরে ওখান থেকে গুলশানে যাবে এবং ভাড়া হিসেবে ৪ হাজার ৫০০ টাকা দেবে। সেই অনুযায়ি ড্রাইভার সকাল ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে গেলে একজন অজ্ঞাতনামা ব্যক্তি (যিনি ড্রাইভারকে ফোন...
দোহারে চাষের জমিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহারে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে জিয়াউর রহমান নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে দুই লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ের পর পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। মামলার তথ্য অনুযায়ী, ১৪ বছর বয়সী কিশোরী পরিবারের সঙ্গে দোহারে বসবাস করত। ২০১৮ সালের ২১ অক্টোবর সকাল ৯টার সময় কিশোরী নিজ বাড়ির পাশে সবজির খেতে গিয়েছিল। এ সময় আসামি জিয়াউর রহমান ওই কিশোরীকে পাশের একটি খেতে নিয়ে ধর্ষণ করেন। এরপর চাকু দিয়ে কিশোরীর গলা কেটে হত্যা করে মরদেহ রেখে পালিয়ে যান আসামি জিয়াউর রহমান। এ ঘটনায় নিহত কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিয়াউরকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করে...
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ১৬৯ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

জননিরাপত্তায় ২৪ ঘণ্টায় ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৬৩ মামলা দিয়েছে ডিএমপি। ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, রাতে ডিএমপির ৩৪০টি এবং দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট প্যাট্রোল টিম ৭৩টি ও হোন্ডা প্যাট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর