সংবিধান সংশোধনে রোডম্যাপ অনুযায়ী এগোতে হবে: ব্যারিস্টার সারা হোসেন

ব্যারিস্টার সারা হোসেন

সংবিধান সংশোধনে রোডম্যাপ অনুযায়ী এগোতে হবে: ব্যারিস্টার সারা হোসেন

অনলাইন ডেস্ক

সংবিধান সংশোধনে রোডম্যাপ অনুযায়ী এগোতে হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সারা হোসেন। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান: সম্ভাবনা ও প্রতিক্রিয়া শীর্ষক সেমিনার করে ব্লাস্ট ও বাংলার পাঠশালা।  

এ আলোচনা সভায় ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন আর বলেন, সংবিধান সংশোধনে রোডম্যাপ অনুযায়ী এগুতে হবে।

এসময় দেশের সার্বিক বাস্তবতা সংবিধানে সংস্কার অত্যন্ত জরুরি বলে একমত প্রকাশ করেন আলোচকরা।

এসময় আইন অঙ্গনের বিশিষ্টজনরা বলেন, নিরপেক্ষ নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় বৈষম্যমুক্তকরণ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজ নিশ্চিত করতে সংবিধানে সংশোধন প্রয়োজন।

একইসঙ্গে নির্বাচন, ক্ষমতার সুষম বণ্টনসহ নানান বিষয়ে সংবিধান সংশোধনে বিভিন্ন মহলে আলোচনা চালু রাখার আহ্বানও জানান বক্তারা।
উল্লেখ্য, জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর দেশের হাল ধরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

সরকার পতনের পর দাবি উঠে সংবিধান সংস্কার- পুনর্লিখন কিংবা নতুন সংবিধানের।

সংবিধান নিয়ে সংস্কার কমিটিও গঠন করে আইন মন্ত্রণালয়।  

news24bd.tv/SC