বাংলাদেশি হয়ে যে রেকর্ডটা শুধুমাত্র জাকির হাসানের

বাংলাদেশি হয়ে যে রেকর্ডটা শুধুমাত্র জাকির হাসানের

অনলাইন ডেস্ক

বাংলাদেশি ওপেনার জাকির হাসান কানপুর টেস্টে এক অনন্য রেকর্ড গড়েছেন। ভারতীয় পেসারদের বোলিং তোপের মুখে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান তিনি।

২৪টি বল খেলেও কোনো রানের দেখা পাননি তিনি। বাংলাদেশি হয়ে ওপেনিংয়ে এটিই প্রথম ঘটনা।

এক থেকে তিনের মধ্যে নামা কোনো ব্যাটারই এতো বেশি বল খেলে শূন্য রানে আউট হননি। এই রেকর্ডটির আগে বাংলাদেশি ব্যাটসম্যান ইমরুল কায়েস এমন একটি রেকর্ড করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত

এই তালিকায় পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশি সাবেক ওপেনার হান্নান সরকার (১৩ বলে ০, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০০৩ সাল), আল শাহরিয়ার রোকন (১২ বলে ০), প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০০১ সাল) ও শামসুর রহমান শুভ (১২ বলে ০, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪)।

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার ‘রেকর্ড’টি অবশ্য জাকিরের নয়। সেটি বোলার মঞ্জুরুল ইসলামের। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন ১০ নম্বরে নামা মঞ্জুরুল। ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি বল খেলা ক্রিকেটার রাজিন সালেহ। চারে নেমে তিনি আউট হন ২৯ বলে ০ রানে।

এদিকে ওপেনার হিসেবে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার রেকর্ড আগে ছিল শন মার্শের। পুনে টেস্টে ২০১৭ সালে অজি ব্যাটার ২১ বল খেলে আউট হন শূন্য রানে। এর আগে ১৯৭৯ সালে পাকিস্তানের মজিদ খান দিল্লি টেস্টে ১৭ বল খেলে ডাক মেরেছিলেন। জাকির খেলেছেন ৭ বল বেশি।

তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বেশি বল খেলে ডাক মারার রেকর্ডে জাকির আছেন বেশ দূরে। টেস্টে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের। ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বল খেলে ০ রানে আউট হন সাবেক এই বাঁহাতি পেসার। দুইয়ে আছেন লঙ্কানদের বিপক্ষে ৫৫ বলে ডাক মারা জেমস অ্যান্ডারসন।

এদিকে কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা ৩৫ ওভার হওয়ার পর পরিত্যক্ত করেছেন আম্পায়াররা। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ১০৭ রান সংগ্রহ করে। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রান মুশফিক করেছেন।

news24bd.tv/SC