রাজধানীতে একই পরিবারের শিশুসহ দগ্ধ তিন 

রাজধানীতে একই পরিবারের শিশুসহ দগ্ধ তিন 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদে একটি বাসায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত সাড়ে তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, মোঃ টোটন মিয়া (৩৫), ও তার স্ত্রী নিপা বেগম (৩০) ছেলে মোঃ বায়জিদ (৩)

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ টোটনের শ্যালক নজরুল ইসলাম ও মামা জাকির হোসেন বলেন, ওই বাসাতে বেশ কিছুদিন ধরেই গ্যাস লিক হচ্ছিল।

ভোর রাতে  ম্যাচ জ্বালাতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা তিনজন দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম বলেন, টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থায়ই আশংকাজনক।

দগ্ধ টোটনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ নিকলী উপজেলায়‌।

পেশায় টোটন কাঁচামাল ব্যবসায়ী। বর্তমানে ধানমন্ডি শুক্রাবাদ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক