নোয়াখালীর হাতিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মো.দিদার উদ্দিন (৩৫) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, গতকাল শুক্রবার ১৪ মার্চ চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহবধূ তাসলিমা বেগমের (২৫) সাথে ১০/১২ বছর আগে পারিবারিকভাবে দিলদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের প্ররোচণায় ভিকটিম তাসলিমা বেগমের কাছে যৌতুক দাবি করেন। এছাড়াও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে...
নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি

ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় হাসিনার নাম, ক্ষুব্ধ জনতা
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় এখনো পতিত আ. লীগ সরকার প্রধান শেখ হাসিনার নাম সম্বলিত রয়েছে। আওয়ামী সরকার পতনের দীর্ঘ সাত মাস অতিবাহিত হলেও সরকারি চালের বস্তায় তার নাম লেখা থাকায় ক্ষুব্ধ অনেকেই। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। স্থানীয় ও সরেজমিন সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাটসহ চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত ১৫ হাজার ৪৪৬ জন জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। দুই মাসের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চাল প্রতিজন জেলেকে প্রদান করা হয়। তবে বিতরণ করা ৩০ কেজি ওজনের চালের বস্তায় লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগান। কোনো কোনো জায়গায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকার চেষ্টা করা হলেও অনেক জায়গায় এই লেখা সম্বলিত বস্তার চাল জেলেদের মাঝে বিতরণ...
পাবনায় অসহায় রাজুর পরিবারের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

পাবনার আটঘরিয়া উপজেলায় চার সন্তান রেখে বাবা মারা গেছেন, এরপর এতিম এই সন্তানদের ছেড়ে তাদের মা চলে গেছেন অন্যত্র। এমন একটি অসহায় পরিবারের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবার-এর একটি প্রতিনিধি দল। আজ শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বাসিন্দা রাজু প্রামাণিকের (৬০) সঙ্গে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। অসহায় পরিবারটির সঙ্গে সাক্ষাতকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় পরিবারটির খোঁজ-খবর নেন। আরও পড়ুন...
সেই শিশুটির কবর জিয়ারত করতে মাগুরায় জামায়াত আমির
অনলাইন ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা আছিয়ার কবর জিয়ারত করতে এবং তার মায়ের সাথে সাক্ষাৎ করতে মাগুরায় পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৫ মার্চ) সকাল ৯ টায় হেলিকপ্টারে করে মাগুরার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছান। কবর জিয়ারত ও আছিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করা ছাড়াও আছিয়ার জন্য একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। news24bd.tv/DHL