দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে আজ রোববার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস। দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। প্রধান উপদেষ্টা এসময় আরও বলেন, বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আজকের এই দিনে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের...
দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
বিডিআর হত্যাকাণ্ড তদন্ত: রিট বিভ্রান্তির বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
অনলাইন প্রতিবেদক
বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে একটি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা উল্লেখ করেন, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। ৩ ডিসেম্বর, আইন মন্ত্রণালয় হাইকোর্টের আদেশের ব্যতিক্রম ঘটানোর কোনো সুযোগ নেই বলে মতামত প্রদান করে। এর মাধ্যমে তারা এই তদন্ত কমিটি গঠনের পক্ষে মত দেয়। তবে, এর পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে (অথবা এর নামে প্রচারিত একটি স্মারকে) জানানো হয় যে, আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয়। এতে আইন মন্ত্রণালয়ের মতামত উল্লেখ করা হয়নি, যা নিয়ে কিছুটা...
মুক্তির কান্না, বিজয়ের হাসি
নিজস্ব প্রতিবেদক
আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসে এক চিরকালীন গৌরবময় দিনমহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে, এবং পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশের বিজয় অর্জিত হয়। এই দিনটি আমাদের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের দিন, যা বাঙালি জাতির মুক্তি এবং আত্মমর্যাদার প্রতীক হিসেবে চিহ্নিত। বিজয়ের পটভূমি: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির ভাষা, সংস্কৃতি এবং অধিকার প্রতিষ্ঠার দাবিতে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে, যা ছিল মুক্তিযুদ্ধের পৈশাচিক সূচনা। লাখ লাখ বাঙালি শহীদ হয়, এবং দেশব্যাপী এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর বাংলাদেশের নানা অঞ্চলে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং মুক্তিযোদ্ধারা দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলেন। বিজয়ের মুহূর্ত: ১৬...
স্মৃতিসৌধ সেজেছে অপরূপ সাজে, বিজয় উদযাপনে প্রস্তুত জাতি
অনলাইন ডেস্ক
বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে, রাত পোহালেই জাতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে স্মৃতিসৌধে সমবেত হবে। স্মৃতিসৌধে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে, এবং পুরো এলাকা এখন আলোকসজ্জায় সজ্জিত। ঢাকার অদূরে সাভারে অবস্থিত এই স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্মৃতিসৌধে আসবেন। এছাড়াও সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে আসবেন, এবং ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। গণপূর্ত বিভাগ গত দুই সপ্তাহ ধরে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো সৌধ এলাকায় বসানো হয়েছে রঙিন বাতি, মূল ফটক থেকে বেদি পর্যন্ত লাল, সবুজ, এবং নীল আলোকবাতিতে সজ্জিত করা হয়েছে। স্মৃতিসৌধের প্রতিটি ফটক ও স্থাপনায় নানা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর