বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যর খোঁজ নিতে সস্ত্রীক তাঁর বাস ভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গুলশানে চেয়ারপার্সনের বাস ভবন ফিরোজায় যান সেনাপ্রধান। সেখানে৪৩ মিনিট অবস্থান করেন। সাক্ষাতের সময়ে চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফজলে এলাহি আকবর জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় এসেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাথে ওনার স্ত্রীও ছিলেন। সেনা প্রধান ম্যাডামের স্বাস্থ্যে খোঁজ-খবর নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা...
খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান
অনলাইন ডেস্ক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে উপদেষ্টা নাহিদের বার্তা
নিজস্ব প্রতিবেদক
সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধা-সরকারি পত্র দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পত্রে উপদেষ্টা বলেন, সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে। আধা-সরকারি পত্রে আরও উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা করা হচ্ছে, যা ইতোমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা...
তীব্র শীতের সঙ্গে বৃষ্টির আভাস, আরও বাড়তে পারে শীত
অনলাইন ডেস্ক
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য দেন। তার দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে, যা বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া, সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে সারা দেশে কোথাও কোথাও শীতের অনুভূতি থাকতে পারে, বিশেষ করে দিনবেলা। শুক্রবার (৩...
বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেলেন ৯৫ ভারতীয় জেলে
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশের দুটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত দুই মাস ধরে তারা বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ। তিনি জানান, মোংলা থানার মামলায় বাগেরহাট জেলা কারাগারে বন্দি ৬৪ জন এবং কলাপাড়া থানার মামলায় পটুয়াখালী জেলা কারাগারে আটক ৩১ জন ভারতীয় বন্দির মামলা প্রত্যাহারের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ আরও বলেন, ওই আদেশে দেশের দুই কারাগার থেকে মোট ৯৫ জন ভারতীয় জেলেকে স্বদেশে প্রত্যাবাসনের জন্য কোস্টগার্ড ও পুলিশের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। এই বন্দিদের কারামুক্তির সময় সংশ্লিষ্ট কারাগারের প্রতিনিধি এবং দুদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর