কক্সবাজারের উখিয়ায় স্ত্রী শোভা আক্তার সাদিয়াকে (২৫) হত্যার পর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছেন আকবর হোসেন শান্ত (২৯)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। নিহত শোভা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শফিকের মেয়ে। পলাতক আকবর একই এলাকার বাসিন্দা মমতাজুর রহমানের ছেলে এবং উখিয়ায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত। হাসপাতাল সূত্র বলছে, বিকাল ৫টার দিকে স্ত্রীকে জরুরি বিভাগে রেখে আকবর কোলে থাকা কন্যা সন্তানসহ চলে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন এবং মরদেহের চোখে ও কপালে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে। নিহত সাদিয়ার বাবা শফিক মোবাইল ফোনে বলেন, ২০২২ সালে আকবর পরিবারের অমতে প্রেমের ফাঁদে ফেলে তার...
শোভার মরদেহ হাসপাতালে রেখে কোলের শিশুকে নিয়ে পালিয়েছেন আকবর
অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে ডাকাতের ট্রাক চাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরু ডাকাতদের ধরতে গিয়ে ট্রাকের চাপায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) আহত কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে মারা যান। তিনি যমুনা সেতু পশ্চিম থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আনারুল ইসলাম জানান, গত শনিবার (২৪ এপ্রিল) রাতে রাতে গরু চুরি করে একদল ডাকাত ট্রাকযোগে টাঙ্গাইল থেকে ফিরছিল। যখন তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রীজ এলাকায় পৌঁছায়, পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। এ সময় ডাকাতরা তাদের ট্রাকটি কনস্টেবল রফিকুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।...
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সৌম্য দ্বীপ আপন নামে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনার রাত সাড়ে নয়টা পর্যন্ত নিখোঁজ আপনের কোনো সন্ধান পায়নি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ আপন চাঁদপুর শহরের মিশন রোড এলাকার স্কুলশিক্ষক মানিক রঞ্জন সরকারের ছেলে। স্বজনরা জানান, রোববার দুপুরে বাসা থেকে তিন বন্ধুকে নিয়ে দর্জিঘাট এলাকার ডাকাতিয়া নদীতে গোসল করতে যায় সৌম্য দ্বীপ আপন (১৭)। সেখানে কিছু সময় সাঁতার কাটার একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। পরে তার আর খোঁজ মেলেনি। এদিকে, নিখোঁজ আপনের সন্ধানে কোস্টগার্ড ও ফায়ারসার্ভিসের ডুবুরিদের সংবাদ দেওয়া হয়। দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তার আর সন্ধান পাওয়া যায়নি। আপনের স্বজন ফণীভূষণ চন্দ খোকন জানান,...
বগুড়ায় রোদের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
বগুড়া প্রতিনিধি:

প্রায় এক সপ্তাহ ধরেই বাড়ছে রোদের তীব্রতা। তাপমাত্রা বাড়তে থাকায় তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখনো বাতাসে আর্দ্রতা বাড়ছে তখন কিছুটা গরম কম অনুভূত হচ্ছে আবার আর্দ্রতা কমলে গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। মাথায় ছাতা দিয়ে চলাচলসহ শীতলতার পরশ পেতে ডাব ও শরবতের দোকানে ভিড় বাড়ছে। তীব্র গরমে হাসপাতালে রোগী না বাড়লেও শিশু ও বয়স্কদের যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত সপ্তাহে বুধবার বগুড়া জেলায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি। যা এ মৌসুমে সর্বোচ্চ। এক সপ্তাহ ধরেই বেড়ে চলেছে তাপমাত্রা। এতে করে জনজীবন বিপর্যস্ত। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তীব্র গরমে তাদের কাজ করা কষ্টকর হয়েছে। তবে জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতা বাড়তে থাকে। এসময় ঠান্ডা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর