অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান এই জেষ্ঠ্য সাংবাদিক নেতা। এসময় কাদের গণি চৌধুরী দ্রব্যমূল্য সহনীয়করণ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের দায় ও করণীয় শীর্ষক আলোচনাসভায় অংশ নেন। এসময় সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন-এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলমসহ...
অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান কাদের গণি চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক
![অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান কাদের গণি চৌধুরীর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739342475-c2f584782065b2b275beb3af5d1ead19.jpg?w=1920&q=100)
এনআইডির তথ্য ফাঁস: মিলেছে প্রমাণ, শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
![এনআইডির তথ্য ফাঁস: মিলেছে প্রমাণ, শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739341301-95474b102319ba183aad222aee334702.jpg?w=1920&q=100)
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তিবদ্ধ পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পর তথ্য পাচারের অভিযোগে তাদের শোকজ করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের ডিজি এ এস এম হুমায়ূন কবির। নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারীদের সাথে মতবিনিময় শেষে এনআইডির মহাপরিচালক জানান, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কি-না। অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। এসময় তথ্য ব্যবহারে...
বিমান টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে যেসব নির্দেশনা দিল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
![বিমান টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে যেসব নির্দেশনা দিল মন্ত্রণালয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739339589-4ab0bddb10b620b0a4374f85aca0b2d5.gif?w=1920&q=100)
বেশ কিছুদিন ধরেবিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে এবংযাত্রীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনাসহ পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন। পরিপত্রে বলা হয়েছে- অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যে কোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে, এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে। এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী...
২০০ কোটিতে হচ্ছে ৩৫০০ কোটি টাকার নকশিপল্লী প্রকল্প
অনলাইন ডেস্ক
![২০০ কোটিতে হচ্ছে ৩৫০০ কোটি টাকার নকশিপল্লী প্রকল্প](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739339061-b89c4cc90e26a826ef04a7adfea8c40d.jpg?w=1920&q=100)
সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মির্জা আজম। তিনি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। চীন সফর করে দেখে আসেন বিশাল নকশিপল্লী। ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশের চাহিদা বিবেচনা না করেই আকাশকুসুম নকশিপল্লী প্রকল্প নিয়ে ফেলেন। বিশাল ফসলি জমি নষ্ট হলেও তার ধার ধারেননি তিনি। তখন পরিকল্পনামন্ত্রীসহ অনেকেই বিরোধিতা করেছিলেন এই আকাশকুসুম নকশিপল্লীর। তবে নকশিপল্লীর নামের আগে শেখ হাসিনার নাম লাগিয়ে তিনি সবার মুখে কুলুপ এঁটে দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৭২২ কোটি টাকা ব্যয়ের শেখ হাসিনা নকশিপল্লীর প্রথম পর্যায় (জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন) অনুমোদন করিয়ে নিলেও পাঁচ বছরেও কাজ শুরু করতে পারেননি মির্জা আজম। প্রকল্প বাস্তবায়নে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়। অনেকের মতে, সাবেক...