চলতি বছর একের পর এক খুনের হুমকি পেয়েছেন বলিউদ ভাইজান সালমান খান। তারপরও নানান প্রতিকুল পরিস্থিতিতেও থেমে থাকেনি তাঁর কাজ। সালমান নিজের ছবি সিকান্দার এর পাশাপাশি সিংহম আগেন ও বেবি জন-এ ক্যামিও হিসাবে শুটিং করেছেন। কিন্তু এ সবের মধ্যেই রেগে আগুন সালমানের অনুরাগীরা। ফের কী ঘটল সালমানের সঙ্গে? বেবি জন ছবিতে সালমান খান এজেন্ট ভাইজান। বিশেষ দৃশ্যে অভিনয় রয়েছে তাঁর। বড়দিনেই মুক্তি পেয়েছে এই ছবি। এর মধ্যেই সালমান অভিনীত সেই দৃশ্য ফাঁস সমাজমাধ্যমে। ভিডিওয় দেখা যাচ্ছে, লড়াই করছে সেই এজেন্ট ভাইজান। বিষয়টি ভালভাবে নেননি সালমানের ভক্তরা। তাঁদের দাবি, এখনই ছড়িয়ে পড়া সেই ভিডিও মুছে দিতে হবে। এক অনুরাগীর কথায়, কোনও ভাবেই এই অনৈতিকতা মানা যাচ্ছে না। ছবির গুরুত্বপূর্ণ জায়গা কীভাবে আপনারা ছড়িয়ে দিলেন। বহু দিন ধরেই জল্পনা ছিল বেবি জন ছবিতে ক্যামিও...
কেন হঠাৎ রেগে আগুন ভক্তরা, ফের কী ঘটল সালমানের সঙ্গে?
নিজস্ব প্রতিবেদক
সালমানের ভাইরাল ভিডিও নিয়ে ভক্তদের বিরূপ মন্তব্য
অনলাইন ডেস্ক
সারাটা বছর জীবন বাজি রেখেই চলেছেন বলিউডের হিরো সালমান খান। একের পর এক খুনের হুমকি পেয়েছেন তিনি। তার বাড়ির সামনেও চলেছে গুলিবর্ষণ। শুধু তাই নয়, ভাইজানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিও প্রাণ হারিয়েছেন সালমানের হুমকিদাতাদের কাছ থেকে। এমন প্রতিকূল অবস্থাতেও সিনেমার কাজ থেকে দূরে সরে যাননি সালমান খান। নিজের ছবি সিকান্দার এর পাশাপাশি সিংহাম অ্যাগেইন ও বেবি জন-এ ক্যামিও হিসেবে শ্যুটিং করেছেন তিনি। কিন্তু তারপরেও সালমানের ছবির সঙ্গে ঘটে গেছে অনাচার। বেবি জন ছবিতে এজেন্ট ভাইজান চরিত্রের এক বিশেষ দৃশ্যে অভিনয় রয়েছে সালমানের। বড়দিনেই মুক্তি পেয়েছে এই ছবি। আর মুক্তির দিনেই সালমান অভিনীত সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, লড়াই করছে সেই এজেন্ট ভাইজান। ভিডিও ভাইরালের বিষয়টি ভালোভাবে নেননি সালমানের ভক্তরা। তাদের অনুরোধ, অতি দ্রুতই ছড়িয়ে...
বিয়ে করতে যাওয়া দম্পতিদের উদ্দেশে মালাইকার বার্তা
নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বহু আগেই। ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মালাইকা। ২০১৭ সালের মে মাসে তাদের আইনি বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন অভিনেত্রী। কিন্তু সে সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি। বহুবার বিয়ের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত বিয়ে করেননি তারা। তবে বিয়ে করার আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার বলে মনে করেন মালাইকা। এজন্য বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া দম্পতিদের উদ্দেশ্যে সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। মালাইকার মতে, স্বামী-স্ত্রীর দুইজনেরই আলাদা আলাদা সঞ্চয় থাকা উচিত। আর্থিকভাবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই...
জুলাই গণঅভ্যুত্থানকে যেভাবে মূল্যায়ন করেন রাহাত ফতেহ আলী খান
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানি সুফি গায়ক রাহাত ফতেহ আলী খান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত চ্যারিটি কনসার্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ঢাকা সফরে আসেন তিনি। ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় এক সংবর্ধনার ফাঁকে তিনি দেশের এক জাতীয় দৈনিকে একান্ত সাক্ষাৎকার দেন। ঢাকা ছেড়ে যাওয়ার আগে দেয়া এ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিটি দেশের প্রত্যেক মানুষের ভ্রাতৃত্ব ও অন্যের প্রতি ভালোবাসা থাকা উচিত। রাহাত ফতেহ আলী খান আরও বলেন, আমাদের কাওয়ালিও শান্তি ও শৃঙ্খলার বার্তা দেয়। বিশ্বে শান্তি বিরাজ করুক। খান তাঁর বিখ্যাত দাদা ফতেহ আলী খানের পদাঙ্ক অনুসরণ করে কাওয়ালিসহ সুফি ভক্তিমূলক বিভিন্ন গান বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছেন। রাহাত খান বলেন, আমরা কোনো যুদ্ধ বা ধ্বংস চাই না... অতীতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর