দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী অন্তিমকালে জান্নাতে যাবার সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। বুধবার (১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের মীরসরাই সোবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামীম বিন সাঈদী বলেন, কোরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্টঅ্যাটাকের কথা বলে। হার্টঅ্যাটাকের রোগী হুইলচেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এ রকম সৌভাগ্য হয় না।...
‘সাঈদীর শেষ হাসিতে ছিল জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ’
নিজস্ব প্রতিবেদক
তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
নাটোর, কুমিল্লা ও শেরপুর জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি, ২০২৫ দলের গৃহীত এক সিদ্ধান্তবলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরিই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া দলের একই সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশিগগরিই কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও এতে জানানো হয়। ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্তবলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর...
বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে যাচ্ছে স্বৈরাচারের দোসররা: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
এনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের দোসররাই দেশের ভেতরে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে গুলশান ২ নম্বর গোল চত্বরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গুলশান বনানী ভাসানটেক ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আশা করেছিলাম, আপনারা দ্রুত সময়ের ভেতরে আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন; কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্যের কারণে আপনারা এখনো সেই আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন। আমিনুল হক...
কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা বহিষ্কার
অনলাইন ডেস্ক
ঢাকার আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগের পর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে আমিনুল ইসলাম আমিনকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে, তার সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক কোনো যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর