বিপিএলে টিকে থাকার লড়াইয়ে ফরচুন বরিশালকে বড় লক্ষ্যই ছুড়ে দিয়েছে খুলনা টাইগার্স। আগেই প্লে অফ নিশ্চিত করা তামিম ইকবালের বরিশালের ব্যাট করতে হবে ৯.৩৫ রানরেটে। সেরা দুইয়ে থেকে গ্রুপের পর্বের খেলা শেষ করার লড়াইয়ে শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (২৭ জানুয়ারি) খুলনা টাইগার্স আগে ব্যাট করে তুলেছে ৫ উইকেট ১৮৭ রান। জিততে হলে বরিশালকে করতে হবে ১৮৮ রান। টসে হেরে ওপেনিংয়ে আসেন মিরাজ। উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ২৯ রান করেন মিরাজ।। তবে চোট কাটিয়ে ফেরা এবাদত হোসেনের বলে বোল্ড হওয়ার পরই মিরাজ পড়েন চোটে। স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় মিরাজকে। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ৫১ রানের ইনিংস। ৫ চার ও তিন ছ্ক্কার ইনিংসটিতে বল খরচ হয়েছে মোটে ২৭টি। চারে নামা আফিফ হোসেন রানের গতি কমিয়ে দেন। ফাহিম...
টিকে থাকার লড়াইয়ে খুলনার বড় সংগ্রহ
অনলাইন ডেস্ক
টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল
অনলাইন ডেস্ক
বিপিএলে খুলনা টাইগার্সের বাঁচা-মরার সমীকরণে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ফরচুন বরিশাল। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে অধিনায়ক তামিম ইকবালের দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টিকে থাকতে হলে জিততেই হবে খুলনাকে। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মেহেদী হাসান মিরাজের খুলনা তালিকার পঞ্চম অবস্থানে আছে। আজ জিতলে তারা চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মতো ১০ পয়েন্ট অর্জন করে লড়াইয়ে ফিরবে। অন্যদিকে বরিশাল ৯ ম্যাচের ৭টিই জিতে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। বরিশাল ম্যাচ জিতলে খুলনার আর কোনো সুযোগ থাকবে না। news24bd.tv/AH
পেমেন্ট নিয়ে বিদেশিদের দরজায় কড়া নাড়লেও রুম খোলেননি কেউই: তাসকিন
অনলাইন ডেস্ক
এবারের বিপিএল নিয়ে যেনো বিতর্ক থামছেই না। যেকোনো বারের তুলনায় এবারের বিপিএলকে সেজন্য সবচেয়ে সমালোচিত বিপিএল টুর্নামেন্টও বলছেন কেউ কেউ। বিতর্কটা তৈরি হয়েছে বকেয়া পারিশ্রমিক নিয়ে। পেমেন্ট না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। শুধু দেশিদের নিয়ে দল গড়ে অবশ্য বাজিমাত করেছে রাজশাহী। তাসকিন আহমেদের নেতৃত্বে রুদ্ধশ্বাস ম্যাচে পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্স করা রংপুর রাইডার্সকে তারা হারিয়েছে ২ রানে। যদিও জয়-পরাজয় ছাপিয়ে যেন সংবাদ সম্মেলনের সবটুকু জুড়েই থাকলো বিদেশিদের না খেলার নাটক নিয়ে আলোচনা। তাসকিন আহমেদ ম্যাচ শেষে এ বিষয়ে মুখ খুললেন। তাসকিন বলেন, রাজশাহী ম্যানেজমেন্ট নাকি টাকা নিয়ে বিদেশিদের হোটেল রুমের দরজায়ও গেছে, কিন্তু তারা দরজা খুলেননি। অপ্রীতিকর সেই পরিস্থিতি...
গোলবন্যা, প্রতিপক্ষকে গুঁড়িয়ে চুরমার করলো বার্সেলোনা
ক্ষুধা বোধহয় একটু বেশিই ছিল বার্সেলোনার। লিগে চার ম্যাচ পর জয়। কাতালানদের এই জয়ে চুরমার হয়েছে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। রোববার (২৬ জানুয়ারি) ঘরের মাঠে হ্যান্সি ফ্লিকের দল জয় পেয়েছে ৭-১ গোলের ব্যবধানে। ম্যাচে ফের্মিন লোপেস জোড়া গোল করেছেন। রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া, ডি ইয়ং ও ফেরান তোরেস একটি করে গোল করেছেন। অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতী থেকে। আর ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন হুগো দুরো। প্রথম হাফেই ৫ গোল করে ভ্যালেন্সিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। গোলের শুরুটা করেন ডি ইয়ং। ম্যাচের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করেন ডাচ এই মিডফিল্ডার। অষ্টম মিনিটে গোল করেন ফেরান তোরেস। ১৪তম মিনিটে লোপেজের পাস থেকে গোল করেন রাফিনিয়া। চতুর্থ ও পঞ্চম গোলটি আসে ফের্মিন লোপেসের পা থেকে। ৫৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল শোধ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর