ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরে ব্যবসায়ীর নিকট থেকে সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের সময় চাপাতিসহ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছিনতাইকারীর নাম হামিদুর রহমান (৩৫)। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। সোমবার (২৭ জানুয়ারি) পাট ব্যবসায়ী মো. আসাদুজ্জামান জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে অফিসে যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের পাট ব্যবসায়ী মো. আসাদুজ্জামান সোমবার বেলা ১২ টার দিকে স্থানীয় জনতা ব্যাংক থেকে ব্যবসায়িক প্রয়োজনে আট লক্ষ ৫৯ হাজার টাকা উত্তোলন করেন। পরে উক্ত টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে পাশের একটি এজেন্ট ব্যাংকিং অফিসে যাওয়ার সময় ছিনতাইকারী হামিদুর চাপাতিসহ ব্যবসায়ী আসাদুজ্জামানের পথরোধ করে। এসময় ব্যবসায়ী আসাদুজ্জামানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে...
সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাইকালে আটক ১
ঝিনাইদহ প্রতিনিধি
খবর ছিল ৫৯০ কোটি টাকা আছে ফ্ল্যাটে, আনতে ২০টি বস্তা নিয়ে যায় ডাকাতেরা
যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ৫৯০ কোটি টাকা রয়েছে বলে এক মাস আগ থেকে তাঁদের কাছে তথ্য ছিল। এ জন্য পরিকল্পনা করে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ২০ জনের একটি দল চট্টগ্রাম নগরের খুলশীর সেই ফ্ল্যাটে যান। টাকা আনতে নিয়ে যান ২০টি বস্তা ও ২টি মাইক্রোবাস। খবর পেয়ে খুলশী থানা-পুলিশের সদস্যরা গিয়ে হাজির হন সেখানে। ১২ জনকে গ্রেপ্তার করে নিয়ে আসেন থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের কেউ সাবেক ব্যাংকার, কেউ বালু সরবরাহকারী আর কেউ জমি বেচাকেনায় জড়িত। গ্রেপ্তার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশ কোটি টাকার সন্ধানে যাওয়ার তথ্য জানতে পারে। গত শুক্রবার রাতে নগরের খুলশী এলাকার একটি বহুতল ভবনের আটতলায় এই ডাকাতির চেষ্টা হয়। এ ঘটনায় যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন...
ক্লিনিকের তিন তলা থেকে পড়ে শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ক্লিনিকের তিন তলা থেকে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সলেমান (৩)। শিশুটির বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামে। সে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের প্রাইম ক্লিনিকে এই দূর্ঘটনা ঘটে। আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সলেমান (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল এবং ক্লিনিকে আসা রোগীর স্বজনরা জানান সলেমান দুপুরে তার মা সলেমা বেগমের সাথে ক্লিনিকে রোগী দেখতে আসেন দ্বিতীয় তলায় রোগীর সাথে থাকার সময় সবার অগোচরে সলেমান তৃতীয় তলায় উঠে যায়। পরে বাচ্চার চিৎকার শুনতে পেয়ে ক্লিনিকের লোকজন নিচে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় সলেমানের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম জানান. মাথায় আঘাত নিয়ে...
ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার টায় চরভদ্রাসন উপজেলা কমপ্লেক্সের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। এডভোকেট ফাহাদ খান শাওনের সঞ্চালনায় ও সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব আখতার উজ্জামানের সভাপতিত্বে এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মো. কুদ্দুস খান, বিএনপি নেতা শাহ আলম রেজা, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, চর হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিপু খান, এডভোকেট মাহাবুবর রহমান দুলাল প্রমুখ। এ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর