মব গোষ্ঠীর সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান দৃঢ় করার ঘোষণা দিয়েছেন শীর্ষ চার উপদেষ্টা। আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে অনুষ্ঠিত একটি কর্মশালায় এ ঘোষণা দেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ শীর্ষক এই কর্মশালায় অংশ নিয়েআইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মবতন্ত্রের বর্তমান পরিস্থিতি ভীষণ ভয়াবহ, তবে সরকারের সব বিভাগসহ সবাই যদি দায়িত্বশীল হয়, তবে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অপরাধ কমানো সম্ভব। তিনি আরও বলেন, এজাহার সুন্দরভাবে লিখুন, তথ্য দিন। তবে দ্রুত জামিন না দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, হুটহাট করে কাউকে জামিন দেবেন না। বিচার বিবেচনা করেই জামিন দেবেন। কারণ আমরা চ্যালেঞ্জিং পরিস্থিতির...
মবের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন বিশ্বব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাত করেছেন বিশ্বব্যাংক সহকারী প্রেসিডেন্ট মার্টিন রেইসার। মঙ্গলবারঅতিথি ভবন যমুনায় এক বৈঠকে বাংলাদেশ সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন জানাতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। সাক্ষাতে তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রধান সংস্কার কার্যক্রমের জন্য বিশ্বব্যাংকের অর্থায়ন, যেমন: কর প্রশাসন, স্বচ্ছতা, শাসন ব্যবস্থা এবং ডিজিটালাইজেশন সংস্কার। বিশ্বব্যাংক সহকারী প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে স্বচ্ছতা ও শাসন ব্যবস্থার উন্নতি করতে সহায়তা করছে, যার মধ্যে রয়েছে কর নীতি এবং প্রশাসন, সরকারি ক্রয় এবং পরিসংখ্যান সহ গুরুত্বপূর্ণ সংস্কার। রেইসার আরও বলেন, এই সংস্কারগুলো বাংলাদেশে গণতান্ত্রিক পরিবর্তন...
সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা ৫০ হাজার
প্রেস বিজ্ঞপ্তি
গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশা চালকরা যদি মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করেন, তবে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে। পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। পত্রে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো অটোরিকশার চালক বা মালিক অতিরিক্ত ভাড়া দাবি করতে পারবেন না এবং রুট পারমিট এলাকায় নির্ধারিত গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। আইন...
দেশের ২ বিভাগে বৃষ্টির আভাস
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন জেলায় বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এমন অবস্থায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, উপ-মহাদশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিন (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর