রাজশাহীর বাঘমারা উপজেলার তাহেরপুর বাজারে তেলোর ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাঘমারা উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মোহাম্মদ ইবরাহীম জানান, ২টি তেলের ডিপো, একটি তেলবাহী লরি এবং পাশের একটি বাড়ি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতির পরিমাণ নির্ণয় ও আগুন লাগার কারণ জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।
রাজশাহীতে তেলের ডিপোতে আগুন
রাজশাহী প্রতিনিধি
ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় নোয়াখালীতে সন্দেহভাজন আটক
নোয়াখালী প্রতিনিধি
টঙ্গীর ইজতেমার হামলার ঘটনার সূত্র ধরে নোয়াখালীতে বেলাল হোসেন (৪৭) নামে সাদপন্থি একজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে নোয়াখালী সদরের সোনাপুর থেকে আটক করা হয়। পুলিশ জানায়, টঙ্গী ইজতেমার মাঠে হামলার সূত্র ধরে সা'দপন্থি বেলাল জড়িত রয়েছে সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর আসামিকে আদালতে প্রেরণ কর হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার আগুন প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কারখানার একজন নিহত হয়েছেন। এছাড়া আগুনে পুড়ে গেছে প্লাস্টিক পণ্য, কেমিক্যালসহ বিভিন্ন মালামাল। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। পরে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার ম্যাসেজ দেয়া হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন...
ভাইরাল করতে মৃত বিড়ালের মুখে সিগারেট, জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২
ঝিনাইদহ প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঝিনাইদহের আলোচিত মেছো বিড়াল হত্যা ও হত্যার পর ঝুলিয়ে রাখার ঘটনায় প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে যশোর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান চলছে। গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম (৩৫) ও নলডাঙ্গা বাজারের ইজিবাইক স্ট্যান্ডের স্টাটার ও সদর উপজেলার খড়াশুনি গ্রামের মৃত শামছুদ্দিন লস্কারের ছেলে মোশারফ হোসেন (৬০)। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ১৯ ডিসেম্বর কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে একটি মেছো বিড়াল পিটিয়ে হত্যা করা হয়। পরে জাহিদুল...