পেনশন বৈষম্য দূরীকরণ সমিতি শতভাগ সমর্পিত পেনশনের সময়সীমা ১৫ বছর থেকে পুনরায় ১০ বছরে আনার দাবি জানিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। তারা বলেন, নতুন ও পুরোনো স্কেলের পেনশনারদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে “এক পদ এক পেনশন” নীতি বাস্তবায়ন করা প্রয়োজন। সংগঠনটি আরও দাবি করে, কর্মরত সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের জন্যও যৌক্তিকভাবে চিকিৎসাভাতা বৃদ্ধি করা উচিত। তারা মনে করেন, চিকিৎসাভাতার অপ্রতুলতা অনেক পেনশনারের জন্য বড় সংকট সৃষ্টি করছে। পেনশন বৈষম্য দূরীকরণ সমিতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানায়, যা পুরোনো ও নতুন পেনশনারদের জন্য সমতাভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করবে। news24bd.tv/DHL
পেনশন সমর্পণ ১৫ বছরের পরিবর্তে ১০ বছরে পুনঃস্থাপনের দাবি
নিজস্ব প্রতিবেদক
২৫ ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করেছে ২৫ ক্যাডারের কর্মকর্তারা। কমিশন তাদের এই সুপারিশ বাতিল না করলে আগামী ২৭ ডিসেম্বর নিজ নিজ কর্মস্থলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দেন তারা। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে ৫০ শতাংশ কোটা আর বাকি ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ মেধার ভিত্তিতে রাখার সুপারিশ করে। এর বিপরীতে অবস্থান আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের। এদিকে, প্রশাসন এবং অন্য ক্যাডারের মধ্যে ৫০ শতাংশ কোটা রাখার বিপক্ষে অবস্থান প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও। জনপ্রশাসন সংস্কার কমিশনের এই প্রস্তাবের প্রতিবাদে গেলো রোববার প্রতিক্রিয়া জানান প্রশাসনিক কর্মকর্তারা। জনপ্রশাসন সচিবের রুমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন কয়েকশ প্রশাসনিক...
বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন গঠন, যারা রয়েছেন
অনলাইন ডেস্ক
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সাত সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিডিআরের সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান। সোমবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিশন গঠনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে কমিশনের বাকি সদস্যদের নামও উল্লেখ করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন, মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, সাবেক যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক...
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে খুলনা স্টেশন ছেড়েছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি, যা সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা। কমলাপুর রেলওয়ে স্টেশনে এর উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। এ রুট চালু হওয়ায় যাতায়াতের সময় কমেছে। নতুন চালু করা এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোল পৌঁছানো যাবে। অথচ বর্তমানে ট্রেনে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর