বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর উদ্দেশে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের জনপ্রিয়তায় ভারত, বিএনপি ও বিরোধী দলগুলো এতটা উদ্বিগ্ন কেন? বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি নিজের ফেসবুক পেজে এ কথা উল্লেখ করেছেন। শিশির তার পোস্টে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি সমালোচনাও করেছেন। তিনি বলেন, আপনারা যারা মনে করেন, শেখ হাসিনার পতন আপনার ডাকে ঘটবে, মনে রাখবেনএরকম কিছু ঘটেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হতে হয়নি এবং অসহযোগ আন্দোলনে জনগণও রাস্তায় নামেনি। এমনকি, বিএনপির নিজেদের নেতাকর্মীরাও মাঠে অংশগ্রহণ করেনি। তিনি আরও জানান, ২০২৩ সালের ২০ ডিসেম্বর বিএনপি ঘোষণা দিয়েছিল, যদি শেখ হাসিনার সরকার পদত্যাগ না করে, তাহলে তাদের...
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার
অনলাইন ডেস্ক

বাঞ্ছারামপুরে শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৮ এপ্রিল) তারেক রহমানের উদ্যোগে গঠিত নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। একইসাথে শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনও প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি শিশুটির চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন। এসময় আরও...
শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করবেন লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ...
আ.লীগ কীভাবে রাস্তায় নামছে, কারা সুযোগ দিচ্ছে- প্রশ্ন হানিফের
অনলাইন ডেস্ক

ঢাকার উত্তরায় আজ শুক্রবার হঠাৎ ঝটিকা মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্র সংগঠন ছাত্রলীগের অর্ধশতাধিক কর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি সম্পন্ন করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিছিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার কড়া সমালোচনা করে বলেন, গণহত্যায় অভিযুক্তরা প্রথমে রাস্তায় নামতে সাহস পায়নি। এরপর ধীরে ধীরে রাস্তায় আসছেপ্রথমে ৫-১০ জন, পরে ১০-২০, এখন ৫০-১০০ জন। তিনি প্রশ্ন তোলেন, তারা কীভাবে রাস্তায় নামছে? কারা তাদের সেই সুযোগ দিচ্ছে? আবু হানিফ আরও মন্তব্য করেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর