ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো শিশুরা হলো- একই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও মো. নিজুম (৩)। এ বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া। তিনি বলেন, বিকেলে শিমু আক্তার তার ছোট শিশু ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল। এ সময় হঠাৎ বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে মরদেহগুলো উদ্ধার করেন। তিনি আরও বলেন, এমদাদুল হকের আর কোনো সন্তান নেই। এমন ঘটনায় শোকে পরিবার স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।...
ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
অনলাইন ডেস্ক

‘মামলা যখন আছে অ্যারেস্ট হবেই, এগুলা নিয়া এতো কান্নাকাটি করার কিছু নাই’
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়। সাজ্জাদের গ্রেপ্তারের পরপরই তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, আমার জামাই গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। মামলা যখন আছে, তখন গ্রেপ্তার হবেই। কিন্তু যারা মনে করছেন, সে আর কোনো দিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাড়ি কাড়ি টাকা ঢেলে তাকে বের করে আনব, সে বীরের বেশে ফিরে আসবে। তিনি আরও বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড়া হবে না। এত দিন আমরা পলাতক ছিলাম, এখন পালিয়ে থাকার পালা তাদের। সাজ্জাদের সমর্থকরা দোয়া করবেন, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন হয়ে যায়।...
শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি
অনলাইন ডেস্ক

মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ওই চারজনকে পুলিশে দেয় তারা। রোববার (১৬মার্চ) ভোরে উপজেলার পাচ্চর গোলচত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। গণপিটুনির শিকাররা হলেন সোহরাব মীর, মেহেদী মীর, বশির শেখ ও রাজু শেখ। পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার ভোরে পাচ্চর গোলচত্ত্বর এলাকায় অ্যাম্বুলেন্সে করে ডাকাতদল এসেছে এমন খবর পায় স্থানীয়রা। পরে এলাকাবাসী একত্রিত হয়ে একটি অ্যাম্বুলেন্সের গতিরোধ করে এটি ঘিরে ধরে। পরে অ্যাম্বুলেন্সে থাকা চারজনকে মারধরা করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে হেফাজতে নেয়। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাদের থানা নিয়ে যায় পুলিশ। শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, সন্দেহভাজন চার ডাকাতকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের...
ঝালকাঠিতে ৩ মামলায় কৃষক লীগ নেতা কারাগারে
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা কৃষক লীগ সভাপতি আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন আবেদন নামজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আ. মান্নান রসুল ৫ আগস্টের পাটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমার বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্য সচিবের বাসায় হামলা, ভাংচুর, আইনজীবী সমিতিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ একাধিক হামলা ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় ৬টি মামলা হয়। এসব মামলায় মান্নান রসুল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর