সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় ৫৭০ জন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৭০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৪২ জনকে। অভিযানিক কার্যক্রমে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযান...
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

বাংলাদেশে গ্যাস সংকট মোকাবিলায় একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অনেক উদ্যোক্তা গ্যাসের অভাবে কারখানা স্থাপন করতে পারছেন না। এ জন্য আমরা দ্রুত একটি এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে বিদেশ থেকে পর্যাপ্ত গ্যাস আমদানি করা যায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরে কাতার এনার্জির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। শফিকুল আলম জানান, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। তাঁর মতে, এটি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াবে। অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকার আমলে ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ থাকলেও বর্তমান...
সাবেক এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: যা বলছেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব নেওয়ার পর বন্ধু মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তার বন্ধুর বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশ হয় সম্প্রতি। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয়। মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়নি বরং সে নিজে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পদত্যাগের পেছনে এসব অভিযোগের কোনো ভূমিকা নেই বলেও দাবি তার। তিনি বলেন, ওর (মোয়াজ্জেম হোসেন) আগে থেকেই বিসিএসকেন্দ্রিক চিন্তা ছিল।...
পারভেজ হত্যার প্রধান আসামি রিমান্ডে
অনলাইন ডেস্ক

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে তোলা হয়। এর আগে মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলার বাকি ৬ আসামিকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরে দুপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে তাকে আহত অবস্থায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর