ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশে শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের আগামী ৭ দিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ফ্যাসিবাদী আমলে এদেশে যত ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার আজও হয়নি। যার ফলে দিনেরপর দিন ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে। তিনি আরও বলেন, পূর্বে ঘটে যাওয়া সবগুলো ধর্ষণের বিচার করতে হবে। আর আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার বিচার আগামী সাত দিনের মধ্যে করতে হবে। অন্যথায় এদেশের মানুষ আবারও কঠোর...
ইবিতে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সাত দিনের মধ্যে বিচার দাবি
ইবি প্রতিনিধি

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চিকিৎসাধীন মারা যান তিনি (ইন্না ল্লিল্লাহি... রাজিউন)। গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক। পরিবারের সূত্রে জানা গেছে, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় তিনি হঠাৎ পড়ে যান। এরপর দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শুরুর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে...
ঢাবিতে মাগুরার সেই শিশুটির গায়েবানা জানাজা, কফিন মিছিল
অনলাইন ডেস্ক

মাগুরায় নৃশংসভাবে ধর্ষণের শিকার শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাজা পড়েছেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসে কফিন মিছিলও বের করেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সেই শিশুর গায়েবানা জানাজার নামাজ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.নিয়াজ আহমেদ খান ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। জানাজার শেষে কফিন নিয়ে রাজু ভাস্কর্যের দিকে নিয়ে এগিয়ে যান শিক্ষার্থীরা। news24bd.tv/আইএএম...
বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ঢাবির ৯ বিভাগ
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক বিশ্ব র্যাঙ্কিং-এ ইতিহাসে প্রথমবারের মতো স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ। গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগ র্যাঙ্কিং-এ স্থান পেয়েছিলো। বুধবার (১২ মার্চ) বিষয়ভিত্তিক র্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করে কিউএস। কিউএসের প্রতিবেদন অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গতবছরের তুলনায় এবছর ১০০ ধাপ এগিয়ে বিশ্ব র্যাঙ্কিং-এ ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে অবস্থান করছে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০ এর মধ্যে, ইঞ্জিনিয়ারিং-ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক বিভাগ ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে, ইঞ্জিনিয়ারিং-মেকানিক্যাল, এরোনেটিক্যাল বিভাগ ৫০১ থেকে ৫৭৫ এর মধ্যে অবস্থান করছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর