ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রীরা। নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ট্রাক চলাচলের কারণে মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ ঘুরে যানজট দেখা গেছে। জানা গেছে, মহাসড়ক দিয়ে ডিএমপিতে ঈদুল ফিতরকে ঘিরে যানজট নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে সব ট্রাক প্রবেশের চেষ্টা করেন চালকরা। এতে ডিএমপির ট্রাফিক বিভাগ বাধা দেয়। এতে করে মাতুয়াইলে ডিএমপির তল্লাশি চৌকিতে ট্রাকগুলো ঘুরিয়ে দেওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) আবু নাঈম জানান, ইতোমধ্যে যানজট মদনপুর এলাকায়...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
অনলাইন ডেস্ক

খুলনা জেলা বিএনপির ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক

খুলনা জেলা বিএনপির ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও শেখ আবু হোসেন বাবুকে সদস্যসচিব করে এ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিম কুমার সাহা ও এনামুল হক সজল প্রমুখ। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন কারণে ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা...
অবৈধ অনুপ্রবেশকালে রাঙামাটিতে ২ ‘ভারতীয় নাগরিক’ আটক
নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির ছোটহরিণা বাজার এলাকায় টহল পরিচালনাকালীন সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৬ মার্চ) দুপুরের দিকে তাদের আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ছোটহরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) শুক্রনাথ চাকমার ছেলে এবং পিংকু চাকমা (২২) অমর শান্তি চাকমার ছেলে। তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছ থেকে ৭২ হাজার সাতশত বাংলাদেশি টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। এতে বলা হয়, উক্ত ব্যক্তিদ্বয় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতো। ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রয় এবং বিভিন্ন মালামাল ক্রয় করে ভারতে পাচারের উদ্দেশে বাংলাদেশে আগমন করতো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটককৃত ব্যক্তিদ্বয়ের...
ঈদবাজার করে ঘরে ফেরা হলো না যুবকের, ৪ জন হাসপাতালে
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনালের অদূরে মুন্না মোড় এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বিপুল হোসেন (১৮) নামের একজন মারা গেছেন। নিহত বিপুল সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত বিপুল ও তার ভাই বিপ্লব এবং বন্ধু ওয়াসিম দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ঈদবাজার করতে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন। তারা মুন্না মোড় এলাকায় আসলে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজন ও ইজিবাইকের দুইজন আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিপ্লব ও ওয়াসিম নামে আহত দুইজনকে উন্নত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর