কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার ফেরত আসার বিষয়টি চিকিৎসকরা জানাতে পারবেন বলে জানিয়েছেন দলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে, দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে আপোষহীন, তিনি চিকিৎসার জন্য ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। আরও পড়ুন: সম্পর্কের বর্ণনা দিলেন তাহসানের স্ত্রী রোজার প্রাক্তন প্রেমিক খালেদা জিয়ার ফেরত আসার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা চিকিৎসকরা বলতে পারবেন, আমরা শুধু আশা করি তিনি চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরে আসবেন। ম্যাডাম বলেছেন, এক...
কবে ফিরবেন খালেদা জিয়া?
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার লন্ডন যাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এই উপলক্ষে রোববার রাতে গুলশানে তার বাসভবন ফিরোজায় দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, আল্লাহর অশেষ রহমতে, দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে আপোষহীন, তিনি চিকিৎসার জন্য ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি আরও বলেন, আমরা তার সাথে আলাপ করেছি এবং দোয়া করেছি, যেন আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং গণতন্ত্রের জন্য চলমান সংগ্রামে তিনি নেতৃত্ব দিতে পারেন। আমরা দোয়া...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন কর্নেল অলি, ৩০ মিনিট আলোচনা
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান অলি আহমদ। এরপর রাত ৮টার দিকে ফিরোজা ত্যাগ করেন তিনি। তাদের মধ্যে ৩০ মিনিট আলোচনা হয়। কর্নেল অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক জানান, সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অলি আহমদ। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তিনি। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার রাত ১০টায় কাতার এয়ারলাইনসের একটি এয়ার অ্যাম্বুল্যান্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা তার। লন্ডনে পৌঁছে...
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। রোববার (৫ জানুয়ারি) রাত পৌনে ৯টায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠক উপলক্ষে রাত সাড়ে সাতটার পর থেকে ফিরোজায় প্রবেশ করতে থাকেন স্থায়ী কমিটির সদস্যরারা। বৈঠকে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। জানা যায়, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার তারিখ নিশ্চিত হতে পারে আজ। লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। তার লন্ডনে দুই মাস অবস্থান করার কথা রয়েছে। এরপর তিনি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর