সুন্দরবনে এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ, যা বিক্রি হয়েছে তিন লাখ ১২ হাজার টাকায়। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছ নিয়ে লোকালয়ে ফিরলে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি কিনে নেন। জেলে দেলোয়ার হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাশ নিয়ে তারা মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ধরা পড়ে এই বিরল মাছটি। জাবা ভোলা মাছের বৈজ্ঞানিক নাম প্রোটোনিবিয়া ডায়াকানথুস। এটি ফুলকো জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে স্থানীয় জনগণের মধ্যে এমন ধারণা রয়েছে। এই মাছটি থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে খুবই জনপ্রিয়। বিশেষ করে...
সুন্দরবনে সাড়ে ৩২ কেজির ‘জাবা ভোলা’ মাছ বিক্রি ৩ লাখে
অনলাইন ডেস্ক
গভীর রাতে উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে ডিসি
ঠাকুরগাঁও প্রতিনিধি
দেশের উত্তরের শীতপ্রবণ জেলা ঠাকুরগাঁও। সবার আগে শীত এসে জেঁকে বসে এই অঞ্চলে। গত এক সপ্তাহ ধরে দেখা মেলেনি সূর্যের। শীত মোকাবিলা একধরণের সংগ্রামে রুপ নিয়েছে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষদের জন্য। শীতের প্রকোপে নাকাল দিন আনা মানুষদের জীবন ব্যবস্থা। এদিকে শীতার্তদের কষ্ট নিবারণে উষ্ণতা নিয়ে খেটে-খাওয়া মানুষের বাড়িতে রাতের বেলা কম্বল পৌঁছে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। শুক্রবার রাতে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ, হরিহরপুর, শিমুলতলা ও রোড এলাকার মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী ও খেটে-খাওয়া মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। মাদরাসা শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, কয়েকদিন থেকে খুব ঠাণ্ডা করছে। আমার আগের একটা কম্বল ছিল, এখন ডিসি আপা আরেকটা দিল। এখন আর বেশি ঠাণ্ডা লাগবে না। মায়ের মতন আদর করে কম্বল মুড়িয়ে দিলেন তিনি। মনে হল...
গোপালগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তার মৌ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু মাহিয়া আক্তার মৌ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মাসুদ সরদারের মেয়ে। ওসি জানান, জয়নগর বাজারে সড়ক পার হচ্ছিলো শিশু মাহিয়া আক্তার মৌ। এসময় ব্যাটারি চালিত একটি অটোভ্যানের ধাক্কায় সে মারাত্মক আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। news24bd.tv/SC
ঘাটাইলে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হাবিবুল্লাহ্কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারে পর আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করে মধুপুর থানা পুলিশ। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে টাঙ্গাইলের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ছাত্র জনতার অন্দোলনের সময় মারধরের ঘটনায় মধুপুর থানায় গত ২ অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল ঘাটাইল থানা পুলিশের সহযোগিতা নিয়ে হাবিবুল্লাহর নিজ বাড়ি সাগরদিঘীর হাতিমারা গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরাবরের মতো ফেসবুক লাইভে আসেন তিনি। এরপর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মধুপুর থানায়...