ভারতের জনপ্রিয়নৃত্যশিল্পী নোরাি ফাতেহী লসঅ্যাঞ্জেলেসে আছেন। সেখানে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়ার এ শহরটি। নোরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনো দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব। নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আশা করছি, আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ংকর, বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন। নোরার এই...
লস অ্যাঞ্জেলেসে নোরা ফাতেহি, দাবানলে কী অবস্থা অভিনেত্রীর
অনলাইন ডেস্ক
‘সেই রাতে আমার প্রেমিক বাড়িতে এসেছিল’, ক্যানসারের খবর পাওয়ার আগে কী করেছিলেন হিনা?
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। গত বছর হঠাৎই মারণরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। যে দিন প্রথম ক্যানসারের কথা জানতে পারলেন, কী প্রতিক্রিয়া ছিল হিনার? সম্প্রতি একটি নাচের রিয়্যালিটি শো-এ উপস্থিত ছিলেন হিনা। সেখানেই তাঁকে এই প্রশ্ন করেছিলেন অনুষ্ঠানের বিচারক গীতা কপূর। হিনার উত্তরে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুষ্ঠানের বাকি বিচারকেরাও। হিনা জানান, প্রথম যে দিন ক্যানসারের কথা জানতে পারলেন, সে দিন তাঁর প্রেমিক রকি জয়সওয়াল বাড়িতে এসেছিলেন। চিকিৎসক নিজে হিনাকে এই রোগের কথা বলে উঠতে পারেননি। অভিনেত্রী বলেছেন, যে দিন ক্যানসারের কথা জানতে পারলাম, আমার প্রেমিক রকি এসেছিল বাড়িতে। চিকিৎসক আমাকে ফোন করেননি। রকিই আমাকে বলেছিল, রিপোর্ট পজ়িটিভ এবং ম্যালিগন্যান্সি রয়েছে।...
দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হতো: সঞ্জয় দত্ত
নিজস্ব প্রতিবেদক
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এই অভিনেতা। সেই সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে উঠে আসে দীপিকা পাড়ুকোন প্রসঙ্গ। সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোনকে চতুর্থ স্ত্রী হিসেবে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সঞ্জয় দত্ত। সাক্ষাৎকারে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, খল নায়ক ছবির চোলি কে পিছে গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান? সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা। এখানেই থামেননি তিনি। দীপিকার ভূয়সী প্রশংসা করতে শুরু করেন সঞ্জয়। তার পরেই জানান, তার বয়স সামান্য কম হলে দীপিকাকেই তিনি বিয়ে করতেন। তবে বিষয়টি সেসময় ভালোভাবে নেননি নেটিজেনরা। সঞ্জয়ের ওই সাক্ষাৎকার সমাজমাধ্যমে ভাইরাল হতেই কড়া সমালোচনা করেন অনুরাগীরা। যদিও এ নিয়ে দীপিকা কোনো মন্তব্য করেননি। news24bd.tv/TR...
দেব-ভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ নির্মাতার
নিজস্ব প্রতিবেদক
টালিউডের নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সেন ও কথিত দেবভক্তদের মধ্যে যা হয়েছে, সেটা অভিনব। অন্তর্জালে পোস্ট, পাল্টা পোস্ট, ঘটনা গড়িয়েছে থানা পর্যন্ত।ঘটনার সূত্রপাত কথিত দেবভক্তের এক পোস্টের মাধ্যমে। তিনি নির্মাতা শিবপ্রসাদকে হুমকি দিয়ে বলেন, তিনি যেন দেবের সঙ্গে একই দিনে ছবি মুক্তি না দেন। পরে সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন। এরপরই অনেকে দেবভক্ত দাবি করে জিনিয়াকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন। এখনেই শেষ নয়, এআই প্রযুক্তি ব্যবহার করে জিনিয়ার একটি বিকৃত ছবি অন্তর্জালে ছড়িয়ে দেওয়া হয়। এরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে পুলিশের শরণাপন্ন হন শিবপ্রসাদ। গোপনীয়তা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার কলকাতার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ করেন শিবপ্রসাদ-জিনিয়া। ভারতীয় সংবাদ প্রতিদিনকে জিনিয়া সেন...