মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মাত্র সাড়ে চারশ টাকার জন্য ভ্যানচালক মিজান গাজীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমেরী হোসেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি ইটের ভাটা সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে ভ্যান চালক মিজান গাজী (২০) নামে এ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ তত্বাবধানে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমির হোসেন এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে শুরু হয় মামলাটির রহস্য উদঘাটন। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল)...
সাড়ে চারশ টাকার জন্য ভ্যানচালককে খুন!
![সাড়ে চারশ টাকার জন্য ভ্যানচালককে খুন!](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739216680-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
১৯৭১ এর পর এই প্রথম গোপালগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা
গোপালগঞ্জ প্রতিনিধি:
![১৯৭১ এর পর এই প্রথম গোপালগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739208409-ae42be9f854968dbd928e434243ff0db.jpg?w=1920&q=100)
১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আজ সোমবার বিকেলে এই প্রথম গোপালগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। পরিবর্তিত এই পরিস্থিতি নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। তবে তা আড়ালে আবডালে। আজ সোমবার বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে শতাধিক নেতা-কর্মী হাতে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করা হয় এবং গোপালগঞ্জ-০১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-০২ আসনে অ্যাড. আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।...
গ্রামবাসীর সহায়তায় অপহরণকারী দলের মূলহোতা আটক
নিজস্ব প্রতিবেদক
![গ্রামবাসীর সহায়তায় অপহরণকারী দলের মূলহোতা আটক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739206377-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
কক্সবাজার টেকনাফের কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা আবু তালেবকে গ্রামবাসীর সহায়তায় আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেছে বিজিবি। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ সাবরাং বিওপির টহল দল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী দলের মূলহোতা আবু তালেবকে আটক করে। পরবর্তীকালে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মো. আবু তালেব (৩৫) নয়াপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে এবং কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চক্রান্তের জাল বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত রোববার মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে পাঁচজন স্থানীয় নিরীহ লোককে তাদের...
আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739204737-16b93de7928252d4163288cb7c37e120.jpg?w=1920&q=100)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইটি হত্যা মামলাসহ হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৫ আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তিনি জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৬০) তাকে মেহেদী হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে পৌর এলাকার খনজনপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন পৌর সদরের বিশ্বাসপাড়া মহল্লার মুত হবিবর রহমানের ছেলে। আরও পড়ুন ফ্যাসিস্ট আ.লীগের প্রতিমন্ত্রী গ্রেপ্তার, লুকিয়ে ছিলেন ঢাকাতেই ১০ ফেব্রুয়ারি, ২০২৫ জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূর আলম তাকে গ্রেপ্তারের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর