ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে উপজেলার ৮নং ভেলাজান মাহজনপাড়া এলাকার শহিদুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের স্বজনদের অভিযোগ, মধ্যরাতে বাসার মাটির ঘরে সিঁধ কেটে মধ্যযুগীয় কায়দায় মাটির ঘর কেটে চোরেরা ভিতরে ঢুকে টাকা পয়সা কাগজপত্র সব লুট কিরে নিয়ে যায়। চুরির বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। news24bd.tv/FA
ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি
ঠাকুরগাঁও প্রতিনিধি
তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১১ জানুয়ারী) সকালে শহরের টাউন ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও তার সহধর্মিণী তামান্না জামান, সিনিয়র সহ-সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখা । কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলার সদস্য হাসানুল কবির লীন, জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জাসাস ফিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম সহ জেলা বিএনপি-র বিভিন্ন অঙ্গসংগঠনের...
যুবদল নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ, ৮ কিমি যানজট
গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গী কলেজ গেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার পর থেকে নেতাকর্মীরা মহাসড়কের দুপাশে অবস্থান নেন, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলতে থাকে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তারা দাবি করেন, আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দীর্ঘ দুই দশক ধরে বন্দি রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারকে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন। বিক্ষোভে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির...
মেঘনায় বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৩ জন হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন সংবাদ মাধ্যমকে জানান, নিহতরা হচ্ছেনঅদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। তবে অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। এসআই আলামিন বলেন, রাতের অন্ধকারে দ্রুতগতির একটি স্পিডবোট নদীতে নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। তিনি বলেন, স্পিডবোটে ১০-১২ জন ছিলেন বলে জানতে পেরেছি। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর