রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন। প্রধান উপদেষ্টা তাকে জানান, প্রতিশোধের চক্র ভেঙে দেশে শান্তি ও সম্প্রীতির ভিত্তি তৈরি করতে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা সবাই এই দেশের সন্তান। প্রতিশোধের কোনো স্থান থাকা উচিত নয়। এসময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প এবং সংস্কারে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা চান প্রধান উপদেষ্টা। সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টবিষয় এবং বিশ্বব্যাপী ইউএসএআইডির কাজ স্থগিত করার বিষয়ে মার্কিন সিদ্ধান্তের ফলাফল নিয়ে আলাপ করেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন...
প্রতিশোধের চক্র ভেঙে ঐক্যের ডাক দেওয়া হয়েছে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
![প্রতিশোধের চক্র ভেঙে ঐক্যের ডাক দেওয়া হয়েছে: ড. ইউনূস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739285520-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল গঠন
প্রেস বিজ্ঞপ্তি
![বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল গঠন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739284337-707466040cc7d5feac9b18dfe6fc7d1c.jpg?w=1920&q=100)
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক বিশেষ সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ সেলের অনুমোদন দেন। ১০ সদস্যবিশিষ্ট এ সেলের সম্পাদক করা হয়েছে শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনকে। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন, কুররাতুল আইন কানিজ, মো. জহির রায়হান, মো. রিফাত হোসেন বাধন, ওমর ফারুক শ্রাবণ, জিমরান মো. সায়েক, আবু হুরায়রা সিয়াম, সাজ্জাদ হোসেন শাওন, আরফি আজরিন ও মেহেদী হাসান। news24bd.tv/NS
সৌদি-মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের ভাড়া নির্ধারণ
অনলাইন ডেস্ক
![সৌদি-মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের ভাড়া নির্ধারণ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739284187-49c6ffe21e0a4d562ed56e6fecac8a42.jpg?w=1920&q=100)
সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন্য ভাড়া নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে একক যাত্রায় ২৮ হাজার ১৭৮ টাকা ও ঢাকা-জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ৫৪ হাজার ৫৪ টাকায় যাওয়া যাবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে এই ভাড়া চালু হয়েছে; চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এ তথ্য জানায়। গত ২২ জানুয়ারি বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আটাবের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সৌদি ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের বিমানভাড়া কমানোর দাবি জানিয়েছিল আটাব। এ দাবির পরিপ্রেক্ষিতে সৌদি ও মালয়েশিয়াগামী শ্রমিকদের জন্য নতুন ভাড়া নির্ধারণ করলো বিমান। তবে এ জন্য শুধু বৈধ বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি দ্বারা ভিসা-প্রমাণপত্রের বিপরীতে নতুন...
‘ডেভিল হান্টে’ গ্রেপ্তার এক হাজার ৭৭৫ জন
অনলাইন ডেস্ক
![‘ডেভিল হান্টে’ গ্রেপ্তার এক হাজার ৭৭৫ জন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739283707-e4dc6d00ef2c6e76f0c023b3bd25619a.jpg?w=1920&q=100)
অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি বিদেশি পিস্তল, একটি এলএমজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুইটি চাপাতি, ৬টি দা/রামদা, ১৩ টি চাকু/ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুইটি প্লাস, দুইটি বাটাল ও দুইটি লাঠি। উল্লেখ্য, ডেভিল অর্থ হচ্ছে শয়তান আর হান্ট অর্থ শিকার। ডেভিল হান্ট, যার ইংরেজি শাব্দিক অর্থ গিয়ে দাঁড়ায় শয়তান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর