অসুস্থতা কাটিয়ে সংগীত জগতে ফিরেছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সুস্থ হয়ে তিনি নতুন একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া আনিসা ক্যাপশনে লেখেন, আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো। আতিয়া আনিসা আরও লেখেন, এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক; যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তার সঙ্গে সময়...
সুস্থ হয়েই দেশের গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
অনলাইন ডেস্ক
![সুস্থ হয়েই দেশের গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739295526-c0a93ef6d9e6230f1b6fce6468ce9f84.jpg?w=1920&q=100)
২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বান্ধব’
অনলাইন ডেস্ক
![২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বান্ধব’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739293926-a8edde1e128178af5099390ccc21aba0.jpg?w=1920&q=100)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া পরিচালিত ছবি বান্ধব। প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে বান্ধব সেন্সর করা হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ফেব্রুয়ারি। সম্পূর্ণ মৌলিক গল্পের এ ছবি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারিতে বান্ধব মুক্তিতে বাধা নেই। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে বান্ধব সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খান সহ অনেকে। অনুপ বড়ুয়া বলেন, বান্ধব এর আগে যখন মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনা ভাইরাস ছিল। পরে সরকারী অনুদানের ছায়াবৃক্ষ-এর কাজ শুরু করি। যেহেতু অনুদানের...
২০ কোটি পারিশ্রমিক নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন জয়দীপ
অনলাইন ডেস্ক
![২০ কোটি পারিশ্রমিক নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন জয়দীপ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739283284-547990945f608c960685c9311a835072.jpg?w=1920&q=100)
পাতাল লোক ওয়েব সিরিজের প্রথম সিজনে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান জয়দীপ আহলাওয়াত। ২০২০ সালের মে মাসে সিরিজটি মুক্তির পর এতটাই জনপ্রিয়তা পান যে, দর্শক তাঁকে পাতাল লোক এর পুলিশ হাতিরাম নামেও ডাকতে শুরু করে। প্রায় পাঁচ বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারি মাসে ওটিটির পর্দায় মুক্তি পায় পাতাল লোক সিরিজের দ্বিতীয় সিজন। এই সিজনেও মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে পাঁচ বছরের বিরতিতে বড় রকমের হেরফের এসেছে জয়দীপের পারিশ্রমিকে। বলিপাড়া সূত্রে খবর, পাতাল লোক এর প্রথম সিজনে অভিনয় করে ৪০ লক্ষ রুপি উপার্জন করেছিলেন জয়দীপ। অন্দরমহলে কান পাতলে শোনা যায়, তাঁর পারিশ্রমিক নাকি ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে। গুঞ্জন, পাতাল লোক ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন জয়দীপ। জানা যায়, এই পারিশ্রমিক বৃদ্ধি শুধুমাত্র পাতাল লোক এর জন্যই।...
‘ডাইনি’ হয়ে আসছেন মিমি চক্রবর্তী
![‘ডাইনি’ হয়ে আসছেন মিমি চক্রবর্তী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739282369-0fcb75a8051b028930bea47be0bb78b5.jpg?w=1920&q=100)
এবার অভিনেত্রী মিমি চক্রবর্তী আসছেন ডাইনি হয়ে! গত বছরের মাঝামাঝিতে খবরটা এসেছিল। তবে মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ্যে এলো ডাইনি মিমির ফার্স্ট লুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখলেন, লুকিং ফরওয়ার্ড। অর্থাৎ এই সিরিজ দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। শুভশ্রীর সেই পোস্টে পাল্টা উত্তর দিয়েছেন মিমিও। অভিনেত্রীকে ভালোবাসার ইমোজি শেয়ার দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি। মিমির নতুন এই সিরিজের পরিচালক নির্ঝর মিত্র। যেখানে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাসও। আগামী ১৪ মার্চ ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাবে সিরিজটি। এদিকে নিজের জন্মদিন বন্ধুদের সঙ্গেই পালন করছেন মিমি। রাত বারোটা বাজতেই কেক নিয়ে হাজির তার কাছের মানুষেরা। যদিও বছর খানেক আগে ইন্ডাস্ট্রি উত্তাল হয়েছিল রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ প্রেমের কাহিনীতে। জল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর