ঢাকাসহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। অভিযানের অংশ হিসেবে কক্সবাজারে ধরা হয়েছে কিছু সন্ত্রাসীদের।আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশেষ এই অভিযানে কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে কেউ ছাড় পাবে না। ঊর্ধ্বতন নির্দেশনা মেনে অভিযান আরো জোরদার করা হবে। আটকদের মধ্যেরয়েছেন জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ। এ ছাড়া আছেন, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উখিয়ার রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন,...
অপারেশন ডেভিল হান্ট: কক্সবাজারে আ. লীগ নেত্রীসহ আটক ১৬
নিজস্ব প্রতিবেদক
![অপারেশন ডেভিল হান্ট: কক্সবাজারে আ. লীগ নেত্রীসহ আটক ১৬](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739201549-8e9a42a003833121043712a0e05977f1.jpg?w=1920&q=100)
পর্যটকদের জন্য দ্বার খুলছে দেবতাখুম
অনলাইন ডেস্ক
![পর্যটকদের জন্য দ্বার খুলছে দেবতাখুম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739199165-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থাকায় প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী বান্দরবানের দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করতে পারছিলেন না ভ্রমণপিপাসুরা কারীরা। যদিও এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে স্থানটিতে যেতে পারবেন পর্যটকরা। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, ২০২২ সালের সেপ্টেম্বরের দিকে জেলার দুর্গম এলাকায় সশস্ত্র সংগঠনের আনাগোনা বেড়ে যায়। ফলে ওই বছরের ১৭ অক্টোবর রুমা-রোয়াংছড়িতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। কয়েক দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে রুমা-রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায়ও আরোপ করা হয়। পরবর্তীকালে আলীকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বহাল থাকে।...
ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি
![ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739193594-3d184331f8d069d1ddcdd9576165d91f.jpg?w=1920&q=100)
ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ জানুয়ানি দলের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছে ঢাকায়। সেই মিটিংয়ে বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের ১০টি জেলার আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। ঝিনাইদহ জেলার ৪টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন ঝিনাইদহ (শৈলকুপা)-১ শৈলকূপা আসনে উপজেলা আমির অধ্যাপক এএসএম মতিউর রহমান, ঝিনাইদহ-২ (সদরের একাংশ-হরিণাকুন্ডু) আসনে ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে সাবেক...
দৌলতপুর জুট মিল পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
![দৌলতপুর জুট মিল পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739189958-a1bca41ce0887c1b7f519bcb2057cce7.jpg?w=1920&q=100)
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় পাটকল চালুর ক্ষেত্রে কেবল হাজার কোটি টাকা লোকসান ছাড়া দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ কিছুই হয়নি। তাই সরকারের মালিকানায় থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো ব্যক্তিখাতে ছেড়ে দেওয়ায় পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গত সপ্তাহে কুড়িগ্রামে অবস্থিত বন্ধ থাকা সরকারি টেক্সটাইল মিল বেসরকারি খাতে লিজের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। লিজ গ্রহীতা হিসেবে ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এ সপ্তাহে আরও তিনটি মিল লিজ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যায়। উপদেষ্টা সোমবার বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত খুলনার দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, খুলনার দৌলতপুর জুট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর