বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। চোট পাওয়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের জায়গায় সুযোগ পেয়েছেন মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস।
গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেন ফোর্ড। সেই সিরিজে ঊরুতে পাওয়া চোট থেকে সেরে ওঠেননি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসক দল মনে করছেন সেরে উঠতে ফোর্ডকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আর সম্প্রতি চোট পেয়েছেন শামার জোসেফ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পায়ের ‘শিনবোন’ এ চোট পান এই পেসার।
গত নভেম্বরে ত্রিনিদাদে শেষ হওয়া ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট সুপার ফিফটি কাপে ভালো বোলিংয়ের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন মিন্ডলে ও ব্লেডস। জ্যামাইকার হয়ে ৭ ম্যাচে ৬ ইনিংস বোলিং করে ২০ উইকেট নেওয়া মিন্ডলে এবারের টুর্নামেন্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি। একই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ একাডেমির হয়ে ৫ ম্যাচে ৫ ইনিংসেই বোলিং করে ১৪ উইকেট নেন ব্লেডস।
ওয়েস্ট ইন্ডিজ–বাংলাদেশ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। প্রথম ওয়ানডে শুরু ৮ ডিসেম্বর। এরপর ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।