ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাত ৮টার পর বিভিন্ন বিভাগের ল্যাব ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আটটার পর উপর মহলের নির্দেশ এর কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেয় বলে জানা গেছে। এমনকি বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ ধরনের কোনো নির্দেশনা ছিল না বলে জানান প্রক্টর। এদিকে এ ঘটনায় শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সায়েন্স ক্লাব। গবেষণাকাজে নিরবচ্ছিন্ন ল্যাব ব্যবহার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা। একইসঙ্গে দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে ৭ দিন ল্যাব খোলা রাখার দাবি...
ইবিতে রাতে ল্যাব ব্যবহারে বাধার অভিযোগ, পরে সমাধান
ইবি প্রতিনিধি

ভিসির পদত্যাগ দাবিতে প্রতীকী চেয়ারে শিক্ষার্থীদের অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ভিসির প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ সংযোগ করেছে। শনিবার সন্ধ্যায় দুর্বার বাংলার পাদদেশে তারা এই কর্মসূচি বাস্তবায়ন করে। এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হয়। তারা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে দুর্বার বাংলা পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে ভিসির প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ করা হয়। এসময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে...
হেল্প ডেস্কের ফোন চুরি করতে চেয়েছিলেন তিনি
নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে শিবিরের হেল্প ডেস্ক থেকে মোবাইল ফোন চুরির চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরবর্তীকালে তাকে ধরে পুলিশে দেয় উপস্থিত শিক্ষার্থীরা। আজ শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, এদিন দুপুর আড়াইটা থেকে জবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা উপলক্ষে হেল্প ডেস্ক বসায় জবি শাখা ছাত্রশিবির। পরীক্ষা শুরু হলে ডেস্কে থাকা পরীক্ষার্থীদের ফোন টান দেয় অভিযুক্ত ব্যক্তি। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বরত শিবিরের কর্মীরা তাকে আটক করেন। পরবর্তীকালে তাকে পুলিশে সোপর্দ করেন তারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে ডেস্কে...
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় দেরি করে কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে হলে বসতে দেওয়া হয়নি। আজ শনিবার (১৯ এপ্রিল) সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে। কেন্দ্র সূত্রে জানা যায়- সিফাত, সাজ্জাদ, সানজিদা এবং সামিউল নামে চার পরীক্ষার্থী নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে পরীক্ষা কেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এদের মধ্যে সাজ্জাদ নারায়ণগঞ্জ, সিফাত ঢাকা এবং সামিউল কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে এসেছিলেন। পরীক্ষার্থী সাজ্জাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পলিসিতে রয়েছে নির্দিষ্ট সময় পর কাউকে প্রকাশ করতে দিবে না। রাজশাহীতে দেখেছি ১০-১৫ মিনিট পরে যারা পরীক্ষার হলে গেছে, তাদেরকে প্রবেশ করতে দিয়েছে কিন্তু এখানে দিলো না। সময় দিলে ভালো হতো, আরও ৪০ মিনিট সময় ছিল। এ দিকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর