ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের লালন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতরা হলেন হরিশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলামিন হোসেন (৩২), আশান মন্ডলের ছেলে মন্টু মন্ডল (৪৩), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফাঙ্গীর বিশ্বাস (৪৬) ও পার্বতীপুর গ্রামের নুপুর মন্ডলের ছেলে বাপ্পী হোসেন (৩২)। এদের মধ্যে আফাঙ্গীর বিশ্বাস জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের অনুসারী এবং অন্যরা সাবেক সাংসদ মসিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুর অনুসারী বলে জানা গেছে। আহতদের মধ্যে আলামিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড...
হরিণাকুণ্ডুতে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহ প্রতিনিধি
বাসাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ আলী (২) নামের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্তের নাম হিরা আক্তার (৩০)। তিনি পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার সাথে হিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরমধ্যে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। মাঝে মধ্যেই পারিবারিক কলহের জের ধরে হিরা আক্তার তার বাবার বাড়িতে চলে যেতো। এমন অবস্থায় শুক্রবার ভোরের দিকে অন্য প্রসঙ্গ টেনে হিরা আক্তার তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যায়।...
নরসিংদীতে বিজয়ের মাস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মো. হৃদয় খান, নরসিংদী
নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে নরসিংদী সদর উপজেলার নজর পুর ইউনিয়নের মুতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় মর্নিংসান ফুটবল একাডেমি ঢাকা প্রথম থেকেই দাপুটে প্রদর্শন করে। বিপক্ষ দলকে শুরু থেকেই চাপে রাখে তারা। ম্যাচের প্রথম ১০ মিনিটেই তারা ১-০ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে একের পর এক গোলে এগিয়ে যেতে থাকে মর্নিংসান ফুটবল একাডেমি ঢাকা। শেষদিকে মর্নিংসান ফুটবল একাডেমি ঢাকা ৫-০ গোলে নরসিংদী আনাস একাদশকে পরাজিত করে। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় নরসিংদী জেলা জিয়া মঞ্চের আহবায়ক কামাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ইসলাম। এসময় আরও...
তাহেরীর মাহফিলে পুলিশের ওপর হামলা, এসআই আহত
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাবুল নামে এক সহকারী উপপরিদর্শকের (এসআই) মাথায় আঘাত লেগে তিনি আহত হন। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত এসআই বাবুল জানান, শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলার নিলাখাদ এলাকায় গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিল চলছিল। পুলিশ মাহফিল তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দিয়ে ফিরে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ওই মাহফিলের কোনো অনুমতি ছিল না। তাই পুলিশ মাহফিল বন্ধ করে দেয়। মাহফিল শেষ হওয়ার পর কিশোরদের ছোঁড়া ঢিলে এসআই বাবুল আহত হন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর