ঢাকার উত্তরা এলাকায় একজন ইসকন সদস্যের ওপর হামলা হয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া আউটলেট দাবি করেছে, ঢাকার উত্তরায় একজন ইসকন সদস্যের ওপর হামলা হয়েছে। সিএর প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকায় ইসকনের একজন সদস্যের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছে এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিনসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ঢাকার উত্তরা এলাকার শ্রী শ্রী রাধারমন মন্দিরের (ইসকন উত্তরা) পুরোহিত কৃষ্ণ প্রিয় নিতাই দাস জানিয়েছেন উত্তরা এলাকায় কোন ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার কোন ঘটনা তাঁর জানা নেই। ঢাকার পুলিশও জানিয়েছেন, এই ধরনের...
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ইসকনের ওপর হামলার খবর ভুয়া
অনলাইন ডেস্ক
তাপমাত্রা কমছে আরও
অনলাইন ডেস্ক
সারাদেশে ২৪ ঘণ্টায় রাত-দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়বে। আবহাওয়ার বার্তায় বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের...
আমি পরিচালক হলে তোমাকে নেবো না— ফারুকীর উদ্দেশে তিশা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত পরিচালক ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নতুন সিনেমা ৮৪০ নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের উপদেষ্টা ফারুকী জানান, এখানে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে তামাশা হয়েছে। তিনি আরও বলেন, তবে ৩৬শে জুলাই এর পর বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না, দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। এসময় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, চলচ্চিত্রটি শুধু বাংলাদেশে নয়, বিদেশেও মুক্তি পাবে। তিনি বলেন, বিদেশেও মুক্তি পাবে ৮৪০, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তিশা তার অভিনয়ের সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মজার ছলে বলেন, আমি যদি পরিচালক হই, তাহলে ফারুকীকে অবশ্যই নিতে চাইবো না। এছাড়া, অভিনেত্রী তিশা...
সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা, বিসিএসে নতুন নিয়ম
অনলাইন ডেস্ক
সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান গেজেটে সই করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শে এই নতুন নিয়ম বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে, এখন থেকে সব সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হবে। সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত ২৭ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সর্বোচ্চ ২০০ টাকা আবেদন ফি নির্ধারণ করে। এতে আরও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বিসিএস পরীক্ষায়। আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর