ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসেন। ২০০৭ সালের ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের অতিরিক্ত কারাদণ্ড দেন। তবে ২০১২ সালের ৩০ জুলাই...
আপিল বিভাগ থেকেও ছাড় পেলেন ব্যবসায়ী মামুন
নিজস্ব প্রতিবেদক
বিচার বিভাগ সংস্কারের সুপারিশ: পৃথক সচিবালয়, স্বাধীন প্রসিকিউশনের দাবি
নিজস্ব প্রতিবেদক
বিচার বিভাগ সংস্কার কমিশন এবং বাংলাদেশ আইন সমিতির যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে বুধবার (১১ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে শুরু হয়ে ১০টায় শেষ হয়। সভায় বিচার বিভাগ সংস্কারে বিভিন্ন গুরুত্বপূর্ণ রূপরেখা উপস্থাপন করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশনের সম্মানিত সদস্য মাসদার হোসেন, তানিম হোসেন শাওন, কাজী মাহফুজুল হক সুপণ এবং আরমান হোসাইন সংস্কার প্রস্তাব গ্রহণের জন্য উপস্থিত ছিলেন। বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান সভাটি পরিচালনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত বক্তাগণ বিচার বিভাগ সংস্কারে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে: বিচারের জন্য পৃথক বিচার বিভাগীয় সচিবালয় স্থাপন, স্বাধীন...
ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া দেখে তুরস্কের জুরিস্ট ইউনিয়নের সন্তোষ
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে সন্তোষ জানিয়েছে তুরস্কভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল। একইসাথে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিদর্শনের সময় প্রসিকিউশন টিমের সাথে বৈঠকে এই কথা জানান তারা। এর আগে ট্রাইব্যুনালের ৩ বিচারপতিদের সাথে সাক্ষাৎ করে ১৫ সদস্যের প্রতিনিধি দল। প্রসিকিউটররা জানান, এই দলে তুরস্কের সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। যাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন মামলা পরিচালনা আইনি কার্যক্রম নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত নেতাদের বিচার চলাকালীন ন্যায়বিচার নিয়ে নানা প্রশ্ন তোলে তুর্কির...
শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে ৩ মাসের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছে। বুধবার (১১ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই আবেদন করেন। আজই এর শুনানি হতে পারে। এর আগে, ১০ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শমী কায়সারকে জামিন প্রদান করেন। শমী কায়সারের জামিনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। ৮ ডিসেম্বর, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় জামিনের আবেদন করেন শমী কায়সার। মামলায় বলা হয়, ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয় এবং তার তিনদিনের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর