ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দালাল বিরোধী অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা থেকে ১৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক কর্নেল রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান চলাকালে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে বলে জানা গেছে, তবে সেনাবাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। news24bd.tv/FA
ঢাকা মেডিকেলে সেনাবাহিনীর দালাল বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক

সম্পদের হিসাব না দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে চলছে শাস্তির প্রক্রিয়া
অনলাইন ডেস্ক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ক্যাডার কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর-সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও মাঠ প্রশাসনের কর্মচারীর সংখ্যা প্রায় ৬৮ হাজার। এর মধ্যে ৬ হাজার ৫৩৯ জন ক্যাডার কর্মকর্তা, এবং পাঁচ হাজারের বেশি কর্মকর্তা তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। যারা জমা দেননি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা দেয়। কয়েক দফা সময় বাড়ানোর পর, নির্ধারিত সময় ১৫ ফেব্রুয়ারি শেষ হয়। তবে ১৬ দিন পার হলেও, কতজন কর্মচারী সম্পদের হিসাব জমা দিয়েছেন, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সর্বশেষ তথ্যমতে, মন্ত্রণালয়ের অধীনে ৬৭ হাজার ৯৩১ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, এর মধ্যে ক্যাডার কর্মকর্তা ৬ হাজার ৫৩৯, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ৫...
গুরুতর অভিযোগ থাকা পলাতক সেই সিনিয়র সচিব গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

গ্রেপ্তার হয়েছেন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। গতকাল বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ওই এলাকায় জনৈক চিকিৎসকের বাসায় আত্মগোপনে ছিলেন জিয়াউল আলম। বিষয়টি জানান, সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। সংগৃহীত ছবি পুলিশ জানায়, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের বিরুদ্ধে। এনামুল হক নামের একজন...
ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলে গ্রেপ্তার করবে নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক

লঞ্চের সিরিয়াল ব্রেক করা যাবে না, যদি কেউ এটা করে তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ঈদুল ফিতরে নৌপথের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে এসব বলেন নৌ উপদেষ্টা। তিনি বলেন, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক ভাড়া নেবেন না। প্রত্যেক লঞ্চে একজন করে কমান্ডার আর তিনজন করে আনসার থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৫ রমজান থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এ ব্যাপারে নৌ বাহিনীকে বলা আছে। প্রয়োজনে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া আছে নৌ পুলিশকে। লঞ্চ ঘাটের ভিড় কমাতে হবে। যারা ঘাট ইজারা নেবেন তাদেরকে মনিটর করা হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর