বাংলা কবিতার কিংবদন্তি, তুমুল জনপ্রিয় কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলের স্রষ্টা কবি হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার মৃত্যুতে নিজ জেলা নেত্রকোনায় সাহিত্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বন্ধুবান্ধব ও ভক্ত অনুরাগীসহ সব শ্রেণির মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খুবই ভালো হাফিজের শৈশব কেটেছে নেত্রকোনায়। ছাত্র জীবন কাটিয়েছেন নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়। আর এই স্মৃতি ধরে রাখতে গত কয়েক বছর ধরে নেত্রকোনার সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে জন্মোৎসব পালিত হয় দত্ত উচ্চ বিদ্যালয়ের হেলাল হাফিজ চত্বরে। স্বজনরা জানান, মৃত্যুকালে পিতা-মাতা ও স্বজনরা কেউ নেত্রকোনায় না থাকায় ঢাকায় প্রেসক্লাবে জানাজা শেষে ঢাকায় তার দাফন...
হেলাল হাফিজের মৃত্যুতে নেত্রকেনায় শোকের ছায়া
নেত্রকোনা প্রতিনিধি
তাপমাত্রা কমে ৩ ডিগ্রিতে নামার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক
আগামী জানুয়ারি মাসে তাপমাত্রা কমে ৩ ডিগ্রিতে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। তিনি বলেন, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে ১৯ বা ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। বর্তমানে রাজশাহী, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। ঢাকায় শৈত্যপ্রবাহ না পড়লেও তাপমাত্রা ১০ ডিগ্রি বা কাছাকাছি নেমে আসতে পারে। তিনি বলেন, গত বছরের মতো এ বছরও কুয়াশার প্রকোপ থাকতে পারে। জানুয়ারিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
রাজৈরে বৈদ্যুতিক পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে কাঠালিয়া ব্রিজের সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরোহী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ নামক স্থানে রাজৈর থানার মোড় থেকে ছেড়ে আসা মোটরসাইকেল কাঠালিয়া ব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর চোট পান। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান। আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হয়। নিহত মোটরসাইকেল আরোহী রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দ্বাড়াদিয়ার সাহা মুফতির ছেলে কাঠমিস্ত্রি বোরহান মুফতি (২২) এবং গুরুতর আহত কাঠমিস্ত্রি...
মাধবপুরে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় মাল জব্দ
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভোরে চোরাই মালসহ পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা কাভার্ড ভ্যানটি ধাওয়া করে। আন্দিউড়া এলাকায় চালক ভ্যানটি ফেলে পালিয়ে গেলে তা থেকে ১৪ হাজার ১৯২ পিস কিটক্যাট চকলেট, ৪১ হাজার ৭২৭ পিস ক্রিম ও অয়েন্টমেন্ট, ৯ লাখ ৭২ হাজার পিস বিভিন্ন ধরনের ট্যাবলেট, এক হাজার ৪৭৬ প্যাকেট লজেন্স, এক হাজার ১২৫ মিটার স্যুটের কাপড়, ছয় হাজার ৩৮৯ মিটার জর্জেট কাপড় এবং পাঁচ হাজার ৯৯০ পিস কসমেটিক্সসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৬০ টাকা বলে জানান লে. কর্নেল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর